More
    HomeখবরSuvendu Adhikari from Haldia 'পা ধরিয়ে ছাড়ব', হলদিয়ায় পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর!

    Suvendu Adhikari from Haldia ‘পা ধরিয়ে ছাড়ব’, হলদিয়ায় পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর!

    Today Kolkata:- Suvendu from Adhikari Haldia “যে হাতে পুলিশ প্রাক্তন কাউন্সিলরকে মারধর করেছে, সেই হাত দিয়ে পা ধরে ক্ষমা চাইতে হবে”। হলদিয়ায় কালীপুজোর অনুষ্ঠানে গিয়ে পুলিশের বিরুদ্ধে এইভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিকে তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক- বিরোধী চাপানউতোর৷ প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ করেছিলেন সুতাহাটার বর্ষীয়ান শিক্ষক ও তৃণমূল নেতা কমলেশ চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে সুতাহাটা থানার পুলিশ গ্রেফতার করে সত্যব্রত দাসকে। সত্যব্রত দাসের আইনজীবী আদালতে অভিযোগ করেন, গ্রেফতারের পর সত্যব্রত দাসকে মারধর করেছে পুলিশ৷ সেই প্রসঙ্গেই এদিন এমন মন্তব্য করেন শুভেন্দু।

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    মঙ্গলবার হলদিয়ার সুতাহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ হুঁশিয়ারীর সুরে সেখানে তিনি বলেন, ‘শুনে রাখুন পুলিশ বাবা, যে হাত দিয়ে স্বপন দাসের(গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত দাসের ডাক নাম) কানে আপনি মেরেছেন, ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী স্বপন দাসের পা যদি ধরাতে না পারি, তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আমি এটা প্রকাশ্য স্থানে মায়ের মূর্তিকে সাক্ষী রেখে বলে গেলাম।” যদিও শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, ‘নিজে বাঁচতে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ পুলিশ পুলিশের কাজই করছে৷’

    Suvendu Adhikari from Haldia ‘পা ধরিয়ে ছাড়ব’, হলদিয়ায় পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর!

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    MORE NEWS – জেলবন্দি কেষ্ট, পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হতে পারে হাসপাতালে।

    গরু পাচার মামলার অভিযোগে এখনো পর্যন্ত নিস্তার পাননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এই কাণ্ডে দীর্ঘ তদন্তের পর সিবিআই অভিযুক্ত করেছে তাঁকে। চলতি বছর ২৪ অগস্ট থেকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন অনুব্রত। ২৫ অগস্ট তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল জেলা হাসপাতালে। জেলে থাকার প্রায় দু’মাস পর মেডিক্যাল চেকআপের জন্য আসানসোল জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার কথা জানা গিয়েছে। জেল সূত্রের খবর, আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে ব্যবস্থা করা হয়। যদিও তা আচমকা শারীরিক অসুস্থতা নয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments