More
    HomeখবরTeacher Scam শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার তদন্ত এগোল আরও একধাপ, বাড়ছে জল্পনা।

    Teacher Scam শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার তদন্ত এগোল আরও একধাপ, বাড়ছে জল্পনা।

    Today kolkata:- শিক্ষক নিয়োগের দুর্নীতি (Teacher Scam) মামলায় একের পর এক উঠে আসছে আরও নাম। বুধবার সন্ধ্যায় প্রদীপ সিং নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই। রাজারহাট নিউটাউনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রদীপ ‘মিডলম্যান’ হিসেবে কাজ করতেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বেশ কিছু নথি পায় বলে দাবি সিবিআই সূত্রের।বৃহস্পতিবার মেডিক্যাল চেক আপ করার পর তাঁকে আলিপুর সিবিআই আদালতে তোলা হয়। সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক।আদালতে সিবিআই-এর তরফে বলা হয়, প্রদীপ সিং এর নাম শান্তি প্রসাদের কাছ থেকে পাওয়া গিয়েছে। উল্লেখ্য, এই মামলায় এটি সিবিআই-এর হাতে তৃতীয় গ্রেফতারি। এর আগে এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহা এবং উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

    শান্তি প্রসাদ সিনহা নাকি তদন্তকারী আধিকারিকদের এও জানিয়েছেন, যারা শিক্ষকের চাকরির পরীক্ষায় অকৃতকার্য বা অনেক পেছনের দিকে নাম রয়েছে, তাদের নামের তালিকা তৈরি করে দিত প্রদীপ। প্রদীপ সরাসরি তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে যোগাযোগ করত বলে দাবি। অর্থাৎ এটা স্পষ্ট যে, পার্থ চট্টোপাধ্যায় প্রদীপ সম্পর্কে জানেন। অন্তত এমনটাই জানিয়েছেন শান্তি প্রসাদ। অন্যদিকে এও অভিযোগ, প্রদীপ সিংহের একটি আইটি ব্যবসা রয়েছে। যেখানে নিয়োগ পত্রে সই স্ক্যান করে জাল হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের মামলা। তবে এই ষড়যন্ত্রের মধ্যে যারাই চাকরি কেনাবেচার মধ্যে জড়িয়ে আছেন,তারা কেউ ছাড়া পাবে না। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম আগেই নিয়ে এসেছে সিবিআই। তবে কী এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চলেছে সিবিআই? যদিও সিবিআই-এর তরফে এই ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি।

    Teacher Scam শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার তদন্ত এগোল আরও একধাপ, বাড়ছে জল্পনা।

    MORE NEWS – নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    ১ সেপ্টেম্বর রাজ্যজুড়ে মহামিছিল অনুষ্ঠেত হতে চলেছে। কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো`। ইউনেস্কোর এই স্বীকৃতিকে সম্মান জানাতেই বিশেষ পদযাত্রার আয়োজন করেছে রাজ্য সরকার। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত হবে এই পদযাত্রা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments