More
    HomeখবরNJP নয়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহার থেকে, প্রকাশ্যে রেলের...

    NJP নয়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহার থেকে, প্রকাশ্যে রেলের সিসিটিভি ফুটেজ।

    Today Kolkata:- নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে পাথর ছোড়া হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)ওপর। ঘটনার জেরে তৃণমূলের ওপর অভিযোগের তীর ছুটতে কাল বিলম্ব করেনি বিজেপি। কিন্তু এবার বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার মুহূর্তের ছবি ধরা পড়লো ট্রেনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায়।

    যেখানে দেখা যাচ্ছে , গত ৩ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় পাথর বৃষ্টিতে আক্রান্ত হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ভারতের সেমি হাই স্পিড ট্রেনের C-3 ও C-6 কামরা। এমনই অভিযোগ জানিয়েছিল রেল।

    এবার রেলের তরফে বুধবার ট্রেনটিকে পরীক্ষা করেন চেন্নাইয়ের (Chennai) ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা। ট্রেনের কামরায় থাকা সমস্ত ছবি উদ্ধার করার পাশাপাশি মোটরম্যানের ক্যাব ও পার্শ্ববর্তী ক্যামেরা থেকেও ছবি সংগ্রহ করা হয়। সিসিটিভি (CCTV) অনুযায়ী , দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷

    রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ (Railway Police)। প্রসঙ্গত , গত ২ রা জানুয়ারি মালদহ (Maldah) স্টেশনে ঢোকার আগে পাথর ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ওপর। আতে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সি ১৩ (C 13) কোচের দরজা। ভেঙে যায় সেটি। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে।

    NJP নয়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহার থেকে, প্রকাশ্যে রেলের সিসিটিভি ফুটেজ।

    একসাথে রাজভবনে শুভেন্দু সুকান্ত, রাজ্যপালের কাছে সাম্প্রতিক বিষয়ে সরব, খবর বিজেপি সূত্রে।

    MORE NEWS – সাংগঠনিক কারণে নির্বাচনে ভরাডুবি বরদাস্ত নয়, জেলা সভাপতিদের কড়া চিঠি বিজেপি রাজ্য নেতৃত্বের।

    দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আবার বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksova Election)। রাজ্যের সংগঠনের হাল ফেরাতে এখন থেকেই প্রস্তুত হচ্ছে বিজেপি (BJP)। দলীয় সংগঠনের হাল জেলা জুড়ে কেমন ? জানতে চেয়ে জেলা সভাপতিদের চিঠি দিচ্ছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty)। উল্লেখ্য , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah) লোকসভা ভোটে (Loksova Election) রাজ্যে ২৪ আসনের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে স্থির করে দিয়েছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments