More
    Homeখবরবন্দে ভারতের উপর হামলা বিহারে, তাহলে বাংলার বদনাম কেন কেন? ক্ষোভ প্রকাশ...

    বন্দে ভারতের উপর হামলা বিহারে, তাহলে বাংলার বদনাম কেন কেন? ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- গত ৩ রা জানুয়ারী বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উপর পাথর বৃষ্টি হয়। প্রথমে জানা যায়, এ রাজ্যের নিউ জলপাইগুড়ি স্টেশনে পাথর ছোড়া হয়। কিন্তু রেল কর্তৃপক্ষের (Railway Authority) তথ্যের ভিত্তিতে পাল্টেছে পুরো ঘটনা।

    রেল সূত্রে খবর , নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) নয় , বিহারের (Bihar) কিসানগঞ্জ ষ্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এর। আগে বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল পশ্চিমবঙ্গে। তা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিজেপি (BJP)নেতারা। তবে এবার রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ করায় পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন , ”বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে বিষয়টি প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ় দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।’’

    বন্দে ভারতের উপর হামলা বিহারে, তাহলে বাংলার বদনাম কেন কেন? ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

    সাংগঠনিক কারণে নির্বাচনে ভরাডুবি বরদাস্ত নয়, জেলা সভাপতিদের কড়া চিঠি বিজেপি রাজ্য নেতৃত্বের।

    ”নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি, সেই কারণেই মঞ্চে ওঠেননি” : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ শুভেন্দুর।

    তিনি আরও বলেন, ‘‘ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিহারে বিজেপি (BJP) নেই বলে তারা পাবে না কেন ?’’

    বিহারের পাথরে আমাদের বদনাম কেন! বন্দে ভারত নিয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা (Mamata Banerjee) বলেছেন , ‘‘যাদের কোনও কাজ নেই, তারাই এমনটা করে। তাদের কিছু তো করতে হবে। নিজেদের নেতিবাচক মনোভাব সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে।’’

    ‘‘বন্দে ভারত (Vande Bharat Express) কী? পুরোনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো রেক এখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া।’’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments