More
    Homeখবরসাংগঠনিক কারণে নির্বাচনে ভরাডুবি বরদাস্ত নয়, জেলা সভাপতিদের কড়া চিঠি বিজেপি রাজ্য...

    সাংগঠনিক কারণে নির্বাচনে ভরাডুবি বরদাস্ত নয়, জেলা সভাপতিদের কড়া চিঠি বিজেপি রাজ্য নেতৃত্বের।

    Today Kolkata:- দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আবার বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksova Election)। রাজ্যের সংগঠনের হাল ফেরাতে এখন থেকেই প্রস্তুত হচ্ছে বিজেপি (BJP)। দলীয় সংগঠনের হাল জেলা জুড়ে কেমন ? জানতে চেয়ে জেলা সভাপতিদের চিঠি দিচ্ছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty)। উল্লেখ্য , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah) লোকসভা ভোটে (Loksova Election) রাজ্যে ২৪ আসনের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে স্থির করে দিয়েছেন।

    রাজ্যের ৪২ টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের উদ্দেশ্যে ওই চিঠি পাঠানো হয়েছে। জেলায় সংগঠনের পরিকাঠামো যতটা গড়ে উঠেছে , তার পূর্ণাঙ্গ রিপোর্ট অবিলম্বে রাজ্য নেতৃত্বের কাছে পাঠাতে হবে। তবে চিঠিতে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty) কি জানতে চেয়েছেন ? কয়েক দফা তথ্য চাওয়া হয়েছে। জেলা সভাপতির (District President) কাছে জানতে চাওয়া হয়েছে….

    (১) জেলা কমিটি, জেলা মোর্চা, বিভাগ ও সেলের কর্মকর্তাদের নাম ও ফোন নম্নর।
    (২) একই ভাবে এ জেলার অধীন সমস্ত মণ্ডল, অঞ্চল, ব্লক, শক্তিকেন্দ্র এবং বুথের তথ্য জানাতে হবে রাজ্যকে।
    (৩) বিশেষ ভাবে জানতে চাওয়া হয়েছে এ পর্যন্ত কত বুথ কমিটি ও তার নির্বাচিত সভাপতি করা গেছে তার হিসাব।

    রাজ্যের সাধারণ সম্পাদক বলেছেন, ” ‘আপনি যতটা ডাটা ( তথ্য) পাঠাবেন, আপনার জেলায় সাংগঠনিক পরিকাঠামো ততটাই তৈরি হয়েছে বলে ধরে নেবে রাজ্য নেতৃত্ব (State Committee)। আপনার পাঠানো তথ্যের ভিত্তিতেই আমরা জেলার সাংগঠনিক পরিস্থিতির মূল্যায়ন করব। যদি কোনও তথ্য না আসে, তাহলে আমরা আপনার জেলাকে সাংগঠনিক ভাবে ‘দুর্বল জেলা’হিসাবে চিহ্নিত করব এবং পরবর্তী পদক্ষেপ করব। ”

    সাংগঠনিক কারণে নির্বাচনে ভরাডুবি বরদাস্ত নয় , জেলা সভাপতিদের কড়া চিঠি বিজেপি রাজ্য নেতৃত্বের।

    মিলল না জামিন, হাইকোর্টে অনুব্রতর জামিন মামলার রায়দান আদালতের।

    রাজ্য বিজেপির এই চিঠিকে কটাক্ষ করে তৃণমূল নেতা ও সংগঠক তাপস রায় (Tapas Roy) বলেন, ‘ আসলে, আমরা তো এটাই জানি। ভোট এলে রাজ্য বিজেপিতে কমিটি, সংগঠন এসব কথা শোনা যায়। বাকি সময় ভোঁ ভাঁ। আমরা ৩৬৫ দিন, ১২ মাস, টোয়েন্টি ফোর ইনটু সেভেন পার্টি। আর, ওরা হল মরশুমী, পরিযায়ী ভোট পার্টি। ”

    বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) এই রিপোর্ট চাওয়ার মধ্যে কোন অসঙ্গতি খুঁজে পাননি। বিজেপি একটা সংগঠন নির্ভর গণতান্ত্রিক দল। জেলা (District) থেকে বুথের সাংগঠনিক পরিস্থিতির মূল্যায়ন রাজ্য করে না। যে কোনও তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের ওপরেই রাজ্য আস্থা রাখবে, এটাই স্বাভাবিক। তৃণমূলে (Trinamool Congress) কোনও গণতন্ত্র নেই। ওরা বিজেপির (BJP) সংগঠনের বিষয়ে কী বলবে?

    এমন নির্দেশিকার মাধ্যমে রাজ্য নেতৃত্বের একটাই বার্তা পরিষ্কার , আগামী নির্বাচন গুলিতে সংগঠনের দুর্বলতার কারণে রাজ্যজুড়ে ভরাডুবি বরদাস্ত করতে রাজি নয় বিজেপি (BJP) নেতৃত্ব।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments