More
    Homeঅনান্যWeather Bengal দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া , উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

    Weather Bengal দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া , উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

    Today Kolkata:- Weather Bengal দক্ষিণবঙ্গে (South Bengal) মার্চের প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল ও পুবের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়া, কোথাও দখিনা বাতাস। পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইতে পারে।

    উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার (Temparature) খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার উপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা।

    এর ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও রাতে ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতে ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা (Temparature) স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

    Weather Bengal দক্ষিণবঙ্গে মিশ্র আবহাওয়া , উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

    Pakistan আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তানের ত্রাতা কি ভারত ? প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত নরেন্দ্র মোদীর ?

    MORE NEWS – নিশীথ প্রামাণিকের ওপর হামলা, হামলাকারীদের বিষয় কি পদক্ষেপ? নবান্নকে রিপোর্ট তলব রাজভবনের।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। এই ঘটনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় বিবৃতি জারি করল রাজভবন। শুধু তাই নয়, গোটা ঘটনায় রাজ্যের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে। বিবৃতিতে রাজ্যপাল এ-ও দাবি করেছেন, “বহু মহল থেকেই তাঁর কাছে ৩৫৫ ধারা জারি করার দাবি এসেছে।” CONTINUE READING

    MORE NEWS – হৈমন্তীর ফ্ল্যাটের সামনে আবর্জনা থেকে উদ্ধার ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকা।

    ২০১৪ টেট পাশ করা নট ইনক্লুডড চাকরিপ্রার্থীর তালিকা! তার মধ্যে পাঁচ জন চাকরি প্রার্থীর নাম, রোল ও আইডি নম্বর সামনে এসেছে ইতিমধ্যেই। অবাক করার বিষয়, এই নথিপত্রের সবটাই পড়েছিল হৈমন্তীর (Haimanti Ganguly) ফ্ল্যাটের সামনে থাকা আবর্জনা থেকে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments