More
    HomeখবরWest Bengal Board Of Secondary Education খোদ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে...

    West Bengal Board Of Secondary Education খোদ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে ভুলে ভরা বানান, প্রশ্ন তুলেছেন বিভিন্ন শিক্ষক সংগঠন।

    Today Kolkata:- পর্ষদের (West Bengal Board Of Secondary Education) সেই বিজ্ঞপ্তিতে নজরে এল চারটি বানান ভুল। এই ভুল সামনে আসতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। উল্লেখ্য , মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) রবিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমস্ত কর্মীকে ২০ এবং ২১ ফেব্রুয়ারি এই দু’দিন কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে।

    রবিবার রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মোট চার জায়গায় ইংরেজি বানানে ভুল রয়েছে। প্রথমে নজরে আসবে ‘Remain’ বানানটি ভুল রয়েছে তার জায়গায় লেখা হয়েছে ‘Reamin’। দ্বিতীয়টি ‘Pariksha’-এর জায়গায় লেখা হয়েছে ‘Parisha’। তৃতীয় এবং চতুর্থটি ‘Deputy’-র জায়গায় লেখা হয়েছে ‘Deputu’। শেষ ভুল বানানটির উপর পর্ষদের উপসচিবের সই রয়েছে। তাঁর নজর থেকেও এই ভুল কী ভাবে এড়িয়ে গেল , উঠছে প্রশ্ন।

    ভুলে ভরা বিজ্ঞপ্তি দেখে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তাদের প্রশ্ন, যাঁদের হাতে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ তাঁদের এই রকম ভুল হল কী ভাবে। যদিও পর্ষদের (Maddha Sikkha Parshad) তরফ থেকে এই নিয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

    West Bengal Board Of Secondary Education খোদ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে ভুলে ভরা বানান, প্রশ্ন তুলেছেন বিভিন্ন শিক্ষক সংগঠন।

    শিলিগুড়িতে পরিতক্ত বস্তায় আধার কার্ড, থেকে জীবন বীমার প্রয়োজনীয় কাগজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    দোল পূর্ণিমার শুভ সূচনা দিন দেশী বিদেশী সহ হাজার হাজার ভক্তদের ভিড় মায়াপুর ইসকন মন্দিরে।

    আমি ম্যাজিসিয়ান নই, টাকাটা জোগাড় করতে হয়, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ আমরা দিয়েছি।

    MORE NEWS – ভারতের ১৪টি রাজ্য বিপদসীমায়।

    ভারতের ১৪টি রাজ্য বিপদসীমায়। সম্প্রতি বিশ্বব্যাপী একটি তালিকা তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সবথেকে ঝুঁকিপূর্ণ হিসেবে যে ১০০টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ভারতের ১৪টি রাজ্য। বিশ্বের প্রথম ১০০-র তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ। চিনের পর ভারত এই তালিকায় স্থান পেযেছে। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরে ২০৫০ সালে সামগ্রিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে বিশ্বের বহু দেশ। বিভিন্ন দেশের একাধিক রাজ্য আগামী দিনে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব। তারই একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments