More
    Homeপশ্চিমবঙ্গজগদ্ধাত্রী পুজোয় নদিয়া এবং হুগলিতে ২ দিন রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়

    জগদ্ধাত্রী পুজোয় নদিয়া এবং হুগলিতে ২ দিন রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়

    জগদ্ধাত্রী পুজোর দু’দিন (মহাষ্টমী ও মহানবমী) রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। তবে শুধুমাত্র নদিয়া এবং হুগলিতে সেই বিধিনিষেধ কার্যকর হবে। অন্যত্র রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিধিনিষেধ থাকবে।

    জগদ্ধাত্রী পুজোয় নদিয়া এবং হুগলিতে ২ দিন রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়

    Read More-আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় হচ্ছে পুরভোট, রাজ্যের প্রস্তাবে সায় কমিশনের

    মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর (শুক্রবার) এবং ১৩ নভেম্বর (শনিবার) হুগলি এবং নদিয়ায় রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মানুষ এবং গাড়ি চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না। বাকি জেলাগুলিতে যেমন বিধিনিষেধ আছে, তেমনই চলবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

    Read more-আগামী ১৬ নভেম্বর থেকেই চালু হচ্ছে ‘পাড়ায় সমাধান’ প্রকল্প, বিধানসভায় মমতা

    এমনিতে এবার দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোয় রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। কিন্তু জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে সেরকম কোনও শিথিলতা দেওয়া হয়নি। তা নিয়ে একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। চন্দননগরের মানুষের প্রশ্ন ছিল, ছটপুজোতেও বিধিনিষেধ শিথিল করা হল। তাহলে কি দোষ করল জগদ্ধাত্রী পুজো? সেই অসন্তোষের মধ্যেই জগদ্ধাত্রী পুজোর দু’দিন (মহাষ্টমী ও মহানবমী) রাত্রিকালীন বিধিনিষেধ তুলে নিল রাজ্য সরকার।

     

    RELATED ARTICLES

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments