পিছিয়ে গেল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হবে আগামী বছর জুন মাসে। তারপরই হবে উচ্চমাধ্যমিক। ওই পরীক্ষাও জুন মাসেই হবে। বুধবার এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কোভিড পরিস্থির কথা বিবেচনা করেই শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী বছরের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবেই এ দিন সিলমোহর দিল রাজ্য সরকার।
লকডাউনের জেরে চলতি বছর মার্চ মাসের মাঝামাঝি থেকেই স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্লাস চলছে অনলাইনে। ফলে পরীক্ষা কিভাবে, কবে হবে, তা নিয়ে ভাবনা ছিল দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের। সেই অবস্থা থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পিছিয়ে যাওয়ায় সাময়িক স্বস্তিতে পরীক্ষার্থীরা।