More
    Homeখবরঅবশেষে দীর্ঘ জল্পনা-কাটিয়ে অবশেষে রাজ্য কমিটির পাঠানো মালদহের দুই পৌরসভার চেয়ারম্যানের নাম...

    অবশেষে দীর্ঘ জল্পনা-কাটিয়ে অবশেষে রাজ্য কমিটির পাঠানো মালদহের দুই পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হলো।

    মালদা:- অবশেষে দীর্ঘ জল্পনা-কাটিয়ে অবশেষে রাজ্য কমিটির পাঠানো মালদহের দুই পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হলো। ইংরেজবাজার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী মহাশয়। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক তাজামুল হোসেন, ও বিধায়ক সমর মিত্র। তিনি জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল। অপরদিকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। এছাড়াও ইংরেজবাজার পৌরসভার সিআইসি মেম্বার হলেন নিবেদিতা কুন্ডু, গায়ত্রী ঘোষ, অশোক সাহা এবং শুভময় বসু। আগামী ৩০ তারিখে বোর্ড গঠন করা হবে দুটি পৌরসভার।নাম ঘোষনার পরে মিষ্টিমুখ করানো হয় ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কে।

    অবশেষে দীর্ঘ জল্পনা-কাটিয়ে অবশেষে রাজ্য কমিটির পাঠানো মালদহের দুই পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হলো।

    MORE NEWS – জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি প্রচারের খামতি নেই।

    মালদাঃ- জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি প্রচারের খামতি নেই। আর জনসংখ্যার নিয়ন্ত্রণ সফল করতে বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি বন্ধাত্যকরণের প্রচার ও তার বাস্তবায়নেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগও থেমে নেই। কিন্তু এবার সেই পরিকল্পনার ভবিষ্যত নিয়েই প্রশ্ন ওঠে গেল। কারণ কথা মতো বন্ধাত্যকরণে অংশগ্রহণকারী মহিলাদের প্রাপ্য সরকারি সুবিধা অনুযায়ী বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগে ক্ষোভ ছড়াল। ফলে এবার বন্ধাত্যকরণ কর্মসূচির সফলতা নিয়েই অভিযোগ উঠল বিভিন্ন পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় গ্রামীন হাসপাতালে। যদিও অভিযোগের ভিত্তিতে প্রতিক্রিয়া চেয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন হবিবপুর ব্লকের কলাইবাড়ি এলাকার একজন গৃহবধূর আলোরানিদেবী। তিনি বলেন,”সম্প্রতি জনসংখ্যা নিয়ন্ত্রণে বন্ধাত্যকরণের প্রচার শুনে তাঁর বউমা সোনা বিশ্বাস আগ্রহী হয়েছিলেন বন্ধ্যাকরণে। CONTINUE READING

    MORE NEWS – সাঁতরাগাছির ব্রিজের ওপর ফের ওল্টালো হাইড্রা ক্রেন সমেত একটি ডাম্পার।

    Today Kolkata :- নবান্নের পর আবার দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছির ব্রিজের উপর ফের ওল্টালো হাইড্রা ক্রেন সহ ডাম্পার। উল্টে গিয়ে পড়লো দুটি ট্যাক্সির উপরে। ঘটনায় এখনো কোনো আহত না হওয়ার খবর থাকলেও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments