More
    Homeঅনান্যঅসনির জেরে সতর্ক প্রশাসন।

    অসনির জেরে সতর্ক প্রশাসন।

    Today Kolkata:– অসনির জেরে সতর্ক প্রশাসন। জেলার ৬৮ কিমি সমুদ্রে বাঁধ এলাকা সহ নদী বাঁধ সংলগ্ন এলাকায় সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের ও পর্যটকদের দত্তপুর, বিলামুড়িয়া, তালগাছাড়ি সহ একাধিক গ্রাম ঘুরে সচেতন করছেন মানুষকে।জেলায় খোলা হয়েছে ২৫টি ব্লকেই কন্ট্রোল রুম। জেলার চার মহকুমা সহ জেলা সদর জেলা শাসক দপ্তরেও রয়েছে সার্বিকভাবে নজরদারি। উপকূল থানা যেমন হলদিয়া, নন্দীগ্রাম, তালপাটি, খেজুরি, জুনপুট, মন্দারমনি থানা, দিঘা মোহনা সহ দিঘা থানা পুলিশ সর্বক্ষণ তৎপরতা সাথে প্রচার চলছে। ইতিমধ্যে জেলায় ৪ টি দুর্যোগ মোকাবিলা দল প্রায় ১০০ জন জাহির হয়েছে। রয়েছে দুটি এন ডি আর অফ টিম ও দুই এস ডি আর অফ টিম। রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন, সকাল থেকেই কাঁথি ১,২ সহ মন্দারমনি,শংকরপুর দিঘা সব এলাকাতেই বিশেষ নজরদারি চলছে। এখন ভাটার সময়ই তাই জলস্তর বাড়ার ব্যাপার নেই। আবহাওয়া দপ্তর বলেছে ভয়ের কিছু নেই তবুও আমরা সচেতন রয়েছি।”

    অসনির জেরে সতর্ক প্রশাসন।

    MORE NEWS – অশনি বিপর্যয় মোকাবিলায় সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসনও।

    Today Kolkata:- অশনির জেরে আজ সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বাঁকুড়া জেলায় ঝড়ের পূর্বাভাষ না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অশনির জেরে ভারী বৃষ্টি হলে সেক্ষেত্রে বাঁকুড়া জেলাতেও তৈরী হতে পারে বিপর্যয়ের মতো পরিস্থিতি। আর সেকথা চিন্তা করে আগে থেকেই তৈরী রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাঁকুড়া জেলার তিনটি মহকুমায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দলকে তৈরী থাকতে বলা হয়েছে। বাঁকুড়া সদর মহকুমায় বিপর্যয় মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ২৪ জন কর্মী এখন সেরে নিচ্ছেন শেষ মূহুর্তের প্রস্তুতি। গাছ কাটা করাত থেকে শুরু করে স্পিড বোট সহ উদ্ধারকাজের জন্য ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। CONTINUE READING

    প্রাপ্ত বয়স্কদের ন্যাশনাল অ্যাথলেটিকস মিট হেঁটে সোনা জিতলেন মালদার গৃহবধূ।

    শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের হোয়াইট কোর্ট সেরিমনি।

    বেহালা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।

    বট ও পাকুড় গাছের এক সাথে জন্ম তুলসী থানের উপরে সেই গাছের বিয়ে দিলেন এক ব্যাক্তি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments