More
    Homeখবরআবারো গৃহবধূ খুনের ঘটনা ঘটলো মালদায়।

    আবারো গৃহবধূ খুনের ঘটনা ঘটলো মালদায়।

    মালদাঃ- আবারো গৃহবধূ খুনের ঘটনা ঘটলো মালদায়। মোথাবাড়ি থানার অন্তর্গত তুলশীরামটোলা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম সুকৃতী মন্ডল। বুধবার সকালে সুকৃতীর বাপের বাড়ির লোকজন তাদের মেয়ের নিথরদেহ দেখে পুলিশকে জানালে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করছে পুলিশ। গৃহবধূ শ্বশুরবাড়ির অভিযুক্তরা সকলেই পলাতক। জানা গেছে, ছয় বছর আগে কালিয়াচক থানার অন্তর্গত আলিনগর এলাকার সুকৃতী মন্ডলের সামাজিক মতে বিয়ে হয়েছিল মোথাবাড়ি থানার অন্তর্গত তুলশীরামটোলা গ্রামের চন্দ্রশেখর মন্ডলের সাথে। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে। কয়েক মাস আগে সংসারের প্রয়োজনে চন্দ্র শেখর মন্ডল কাজের উদ্দেশ্যে কর্নাটকে চলে যান। স্বামীর অবর্তমানে শশুর বাড়ির সকলে তার উপরে অত্যাচার শুরু করে বলে অভিযোগ। রাতে গৃহবধূকে মেরে ফেলে সকলেই বাড়ি থেকে পালিয়ে যায়। পাড়া-প্রতিবেশীর ফোন পেয়ে বুধবার সকালে সুকৃতীর বাপের বাড়ির লোকজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

    আবারো গৃহবধূ খুনের ঘটনা ঘটলো মালদায়।

    MORE NEWS – সদ্যজাত কোলের শিশুকে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

    মালদাঃ- কথায় আছে মনের শক্তি সব থেকে বড় শক্তি সেই শক্তি বলেই, শুধুমাত্র ইচ্ছেশক্তির জোরেই তিন দিনের সদ্যজাত কোলের শিশুকে নিয়ে বুধবার চাঁচলের একটি বেসরকারি হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।নাম লিজা পারভিন (১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে।সে দেখিয়ে দিল, এভাবেও পরীক্ষায় বসা যায়৷ স্কুল সূত্রে জানা যায়,লিজা তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আজ ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরিক্ষা রাষ্ট্রবিজ্ঞান। সোমবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় লিজা। এর পরেই সে একটি পুত্র সন্তান জন্ম দেয়। কিন্তু তার ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ডিগ্রী অর্জন করা। পরীক্ষা যাতে বাদ না চলে যাই তাই তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজনকে জানায়। CONTINUE READING

    জায়গা দখল করাকে কেন্দ্র করে মহিলাকে বাঁশ পেটা দুষ্কৃতিদের, দর্শকের ভুমিকায় পুলিশ।

    মহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments