More
    Homeখবর‌‌কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের।

    ‌‌কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের।

    T‌‌oday Kolkata:- কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর নৈহাটি গৌরীপুর নিবাসী বৃন্দিচরন দাস নৈহাটি মিলের স্পিনিং বিভাগে কাজ করতেন। আজ রাতে নৈহাটি মিলে কর্মরত অবস্থায় চরম দাবদাহের কারণে অসুস্থ হয়ে যায় তারপর মিলের ভিতরই তার মৃত্যু হয়। তারপর এই মিলের শ্রমিকরা তার মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায় মিলে শ্রমিকদের দাবি অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারকে মিল কতৃপক্ষের সাহায্য করতে হবে। তবে শ্রমিকদের এই দাবি মানতে নারাজ মিল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে আসে নৈহাটি থানার পুলিশ। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে মিল শ্রমিক তাদের দাবিতে অনড়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তার পরিবারকে মৃতদেহটি উদ্ধার করেছে নৈহাটি থানার পুলিশ। ‌‌কর্মরত,‌‌কর্মরত

    ‌‌কর্মরত অবস্থায় মৃত্যু হল নৈহাটির এক শ্রমিকের।

    MORE NEWS – জমিজমা সংক্রান্ত মামলা, তুলে না নেওযায় বাড়িতে এসে হুমকি তৃণমূল নেতার।

    Today Kolkata:- জমিজমা সংক্রান্ত মামলা তুলে না নেওযায় বাড়িতে এসে এক মহিলাকে, তিন দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারার হুমকি তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি। নাম পার্থ মন্ডল। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। এই ঘটনায় সোনারপুর থানায় FIR করেছেন আক্রান্ত মহিলা কনিকা মজুমদার। তার বক্তব্য পৈতৃক সুত্রে পাওয়া সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনীভাবে সেইখানে নির্মান কাজ চলছে। এই ঘটনার বিচার চেয়ে আদালতের দারস্থ হয়েছেন তিনি। কেন আদলতে গিয়েছেন? ও দ্রুত মামলা যাতে তুলে নেন তারজন্যই বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি, অশ্লীলভাষায় গালাগালি গুলি করে মারার হুমকি দেওয়া হয়। CONTINUE READING

    MORE NEWS – বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম।

    Today Kolkata:- বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম। জল কামানের সামনে প্রতিবাদে গেরুয়া কর্মী সমর্থকরা। ব্যারিকেডের সামনেই বিক্ষোভ সুকান্ত মজুমদারের। ‘আমরা এখন এখানে অবস্থান করব। মঞ্চ বেঁধে ভাষণ দেব। এখানে প্রধান বিরোধী দলের কোনও অধিকারই নেই, কোনও মূল্যই নেই গণতন্ত্রের। আমরা তেজস্বী সূর্যকে খুঁজে পাচ্ছি না’, জানালেন সুকান্ত মজুমদার। ঘটনাস্থলে উপস্থিত প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রাজু বিস্তা, ইন্দ্রনীল খাঁ। CONTINUE READING

    পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দেওয়া হলো, সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কমিটির ব্যাবস্থাপনায়।

    ঐতিহাসিক গোবরডাঙ্গা পৌরসভার জন্ম সার্ধ শতবর্ষের বর্ষব্যাপী উদযাপনের সূচনা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments