More
    Homeখবরপবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দেওয়া হলো, সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের...

    পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দেওয়া হলো, সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কমিটির ব্যাবস্থাপনায়।

    Today Kolkata:- হুগলীর সিঙ্গুরে আজ সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কমিটির ব্যাবস্থাপনায় মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জনের হাতে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দেওয়া হলো। সিঙ্গুর বিডিও অফিস সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না,বিধায়ক ডাঃ করবী মান্না, বিডিও পার্থ বন্দোপাধ্যায়, ফুরফুরা শরীফের পীরজাদা সাজ্জাদ হোসেন সাহেব, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধাড়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

    পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দেওয়া হলো, সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কমিটির ব্যাবস্থাপনায়।

    MORE NEWS – মাটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত ৩ টি নাবালক।

    Today Kolkata:- উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত, আলতাপুর হাইস্কুলে পিছনে শিব মন্দির সামনে, ভুট্টা ক্ষেতের পাশে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা কাজ চলছিলো, জেসিবি মেশিন, মাটি কেটে চলে যাওয়ার পড়ে, তিনটি নাবালক বাচ্ছা খেলতে যায়, তারপর হঠাৎ মাটি ধসে পড়ে নিচে চাপা পড়ে যায় স্থানীয় লোকজন ছুটে আসেন, মাটির নিচে থেকে বেড় করে রায়গঞ্জ সুপারস্পেলিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, মাটির নিচে চাপা পড়া বাচ্ছা গুলো নাম, 1. বিটন সিংহ 2. পবন দাস, 3 .সুশান্ত সরকার। স্থানীয় লোকজনরা বলেন আলতাপুর ১ গ্ৰাম পঞ্চায়েত সদস্য পদ্ম দাস ,তার নিজের জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে, নিচু জায়গা উচু করার জন্য মাটি ভরাট করে, CONTINUE READING

    MORE NEWS – Ganga গঙ্গা নদী থেকে দুই দিন পরে উদ্ধার যুবকের।

    মালদাঃ- দুইদিন নিখোঁজ থাকার পর অবশেষে গঙ্গানদী থেকে যুবকের নিথর মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম সুমিত কর্মকার(৩৩)। উল্লেখ্য,শনিবার দুপুর নাগাদ মানিকচকের কামালপুর এলাকার বাসিন্দা সুমিত কর্মকার। তার দুই সঙ্গী নিয়ে বাইক চেপে মানিকচক গঙ্গানদীতে আসেন সান করার উদ্দেশ্যে। সান করতে করতে কিছুক্ষণের জন্য বিরতি দেয় এবং সেলফি তোলার জন্য মোবাইল নিতে উঠে উপরে। ছবিও তোলে বেশ কয়েকটা। আবার সান করতে নামার কিছুক্ষনের পর থেকে সুমিত কর্মকারকে আর দেখা যায়নি। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর এ ফিরে না আসায় বন্ধুরা খোঁজাখোঁজি শুরু করেন। কিন্তু সুমিতের কোন খোঁজ পাওয়া যায়নি। চলে মানিকচক গঙ্গাঘাটে বিপর্যয় মোকাবিলা টিম এবং ডুমরি দিয়ে তল্লাশি অভিযান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments