More
    Homeখবরমহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    মহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    Today Kolkata:- রাজ্যের নানা প্রান্তে যখন মহিলাদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসছে ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রতীকী পুলিশ সুপারদের নিজেদের থানা এলাকায় এর মোকাবেলা করার জন্য। ইতিমধ্যে কলকাতা সহ বেশ কয়েকটি পুলিশ কমিশনারেট এলাকায় মহিলা উইনার্স বাহিনী থাকলেও এবার বারাসাত জেলা পুলিশ আপাতত শহরাঞ্চলে মহিলাদের উপর অত্যাচার ঠেকাতে বিভিন্ন থানা এলাকায় মাঠে নামাচ্ছে মহিলা পুলিশ বাহিনীকে। এদিন সাংবাদিক সম্মেলনে বারাসাত জেলা পুলিশ সুপার নাজি নারায়ন মুখার্জি জানিয়েছেন, বারাসাত মধ্যমগ্রাম এর মত বড় বড় হয়ে এলাকাগুলিতে উইনার্স বাহিনীর সদস্য সংখ্যা হবে 12। আর হাবরা অশোকনগরের মত থানা গুলিতে আপাতত অত্যাধুনিক এই মহিলা বাহিনীর সদস্য সংখ্যা ছয় থাকলেও ধাপে ধাপে এটা বাড়িয়ে করা হবে 10। ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় এই বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে আর কয়েকদিন বাদেই রাস্তায় দেখা যাবে মহিলা পুলিশের উইনার্স বাহিনীকে।

    মহিলাদের উপর অত্যাচার থেকে বারাসাত জেলা পুলিশ নামাচ্ছে শহরে উইনার্স বাহিনী।

    MORE NEWS – শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস।

    Today Kolkata:- শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস। গত দুদিন ধরে বীরভূমের নতুন শিল্পতালুক উত্তপ্ত। আদিবাসীদের একাংশ কোলব্লক করার জন্য জমি দিতে অনিচ্ছুক। তারা রাস্তায় নেমে কয়লা খনির বিরোধিতা করছেন। কিন্তুু শিল্প সম্মেলনে পাচামীকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই কোলব্লকে বিনিয়োগ টানার আপ্রান চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তুু এই কয়লা খনিকে নিয়ে ফের রাজনৈতিক কর্মকান্ড শুরু করছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলি। বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য বিজেপির বিধায়করা পাচামীতে আসবেন। সেখানে অনিচ্ছুক জমিদাতাদের নিয়ে বসবেন অবস্থানে। CONTINUE READING

    Deucha ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন করেন লোকসভার বিরোধী দলনেতা।

    Dear Lottery রাতারাতি হয়ে গেলেন কোটিপতি, অভাবনীয় এমনই ঘটনা ঘটেছে সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মহবুব আলম এর সাথে।

    বন্ধ হয়ে পড়ে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা।

    স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দু’দিনব্যাপী খাদ্য ও বস্ত্র বিতরণ।

    শিল্প সম্মেলনের মধ্যে দেউচা নিয়ে বাজার গরম করতে আসরে বিজেপি ও কংগ্রেস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments