More
    HomeখবরDear Lottery রাতারাতি হয়ে গেলেন কোটিপতি, অভাবনীয় এমনই ঘটনা ঘটেছে সূর্যাপুরা...

    Dear Lottery রাতারাতি হয়ে গেলেন কোটিপতি, অভাবনীয় এমনই ঘটনা ঘটেছে সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মহবুব আলম এর সাথে।

    মালদাঃ-  মাত্র ৩০ টাকায় ভাগ্য বদল।ভাগচাষী থেকে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।অভাবনীয় এমনই ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মহবুব আলমের সঙ্গে। স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুর বারোটা নাগাদ মহবুব আলম মাত্র ৩০ টাকা দিয়ে ৫ সেম লটারির টিকিট কেটেছিলেন। আর তাতেই বাজিমাত।সন্ধ্যা ছয়টার সময় রেজাল্ট বের হতেই জানতে পারেন একেবারে প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি।দিন-আনা, দিন-খাওয়া মহবুব ভাগচাষী থেকে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন। তাই তিনি তড়িঘড়ি করে লটারির টিকিট নিয়ে কুমেদপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় হাজির হয়েছেন হরিশ্চন্দ্রপুর থানায়। বহবুব আলম জানান,তিনি একজন ভাগচাষী। তার ভাঙা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। অন্যের জমি চাষবাস করে কোনোরকমে সংসার চলছিল। তবে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। Dear Lottery

    দিনবদলের আশায় এদিনও তিনি মাঠ থেকে ফেরার পথে কুমেদপুর লটারি এজেন্সির টিকিট বিক্রেতা সেন্টু রবিদাসের কাছ থেকে মাত্র ৩০ টাকা দিয়ে ‘ডিয়ার’ লটারির টিকিট কাটেন। ভাবতে পারেননি, ওই ৩০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা ঘুরিয়ে দেবে, কোটিপতি হয়ে যাবেন। কোটি টাকা নিয়ে কী করবেন সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি মহবুব আলম। তবে একটি ভালো বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে। এছাড়া ছেলে, মেয়েদের ভালভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি । হঠাৎ করে লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়ে আনন্দে অভিভূত আত্মীয়স্বজন থেকে শুরু করে তাঁর গোটা পরিবার।

    Dear Lottery রাতারাতি হয়ে গেলেন কোটিপতি, অভাবনীয় এমনই ঘটনা ঘটেছে সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মহবুব আলম এর সাথে।

    MORE NEWS – রবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় এক নাবালিকা।

    Today Kolkata:- রবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় এক নাবালিকা। মামাবাড়িতে একা থাকার সুবাদে প্রতিবেশী এক বিবাহিত যুবক ধর্ষন করে নাবালিকা কে। সোমবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডেবরা থানার পুলিশ।মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার বাড়িতে যাওয়ার কথা ছিল ভারতী ঘোষের। সেই মতো সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।তবে ভারতী ঘোষের অভিযোগ, তার যাওয়ার কথা শুনে নাবালিকা কে থানায় আনে পুলিশ। তবে ফের তিনি থানায় এলে নাবালিকা কে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments