More
    Homeখবররবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় এক নাবালিকা।

    রবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় এক নাবালিকা।

    Today Kolkata:- রবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় এক নাবালিকা। মামাবাড়িতে একা থাকার সুবাদে প্রতিবেশী এক বিবাহিত যুবক ধর্ষন করে নাবালিকা কে। সোমবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডেবরা থানার পুলিশ।মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার বাড়িতে যাওয়ার কথা ছিল ভারতী ঘোষের। সেই মতো সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।তবে ভারতী ঘোষের অভিযোগ, তার যাওয়ার কথা শুনে নাবালিকা কে থানায় আনে পুলিশ। তবে ফের তিনি থানায় এলে নাবালিকা কে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। পরে তিনি ডেবরা থানায় আধিকারিকের সাথে কথা বলেন।অভিযোগ করেছেন, অভিযোগ ওই যুবক স্থানীয় তৃণমূলের সাথে যুক্ত। উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন ভারতী ঘোষ। তবে দিনের পর দিন ধর্ষনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    রবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় এক নাবালিকা।

    MORE NEWS – নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

    দিঘা:- নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নাম রাম উপাধ্যায় (৪৩)। হুগলির ডানকুনি থানার গোকুলধাম দিল্লি রোডের বাসিন্দা। রবিবার প্রেমিকা মালা ঘোষের সঙ্গে দিঘা আসেন তিনি। রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সোমবার দুপুর নাগাদ হোটেলের লোকজন উদ্ধার করে নিয়ে আসেন দিঘা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্তে নেমে দিঘা থানার পুলিশ আটক করেছে নিহতের মহিলা সঙ্গী মালাকে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের নপাড়ার বাসিন্দা তিনি। বিবাহিত হলেও সম্পর্কে ছিলেন রামের সঙ্গে। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, রাতে মদ খেয়ে রাম তাঁর সঙ্গে অশান্তি করেন। মারধরও করেন তাঁকে। রাগে বেলকনিতে চলে যান মালা। CONTINUE READING

    পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

    পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা ফাঁড়ির পুলিশ কর্মীরা।

    তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেফতার করছে পুলিশ, আর এরই প্রতিবাদে থানায় হাজির হলেন তৃণমূলের নেতাকর্মীদের।

    বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশ।

    অশোকনগরের পরে এবারের দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৫ যুবকের মৃত্যু আহত ৪।

    ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত ১০০ পার, কিছুটা হলেও আতঙ্ক কমছে চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রামে।

    সাধারণ মানুষকে হসপিটালে রক্ষণাবেক্ষণের অনুরোধ করল বিজেপি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments