More
    Homeখবরপাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি।

    পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি।

    মালদাঃ- টাকা নিয়ে বালি, মাটি মাফিয়াদের মদত দিচ্ছে মালদার রতুয়া থানার আইসি এমনি অভিযোগ। পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি। এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমর মুখোপাধ্যায়। কিন্তু মন্ত্রী ও বিধায়কের উল্টোসুরে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের রতুয়া ব্লকের সভাপতি ফজরুল হক। রতুয়া থানার আইসি ও পুলিশকর্মীদের দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। থানাতেই আইসির কাজের প্রশংসা করে সম্বোধিত করলেন তিনি। তৃণমূল কংগ্রেহের রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখ্যার্জী মাটি ও বালি মাফিয়াদের সাথে যুক্ত এমন অভিযোগ তুলে সরব হলেন ফজরুল হক। তিনি বলেন সমরবাবুর বয়স হয়েছে। তাই মাথা বিগরে গেছে। রতুয়া থানা আইসি দক্ষ অফিসার। তাকে এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া অন্যায়।

    পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি।

    MORE NEWS – নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

    দিঘা:- নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নাম রাম উপাধ্যায় (৪৩)। হুগলির ডানকুনি থানার গোকুলধাম দিল্লি রোডের বাসিন্দা। রবিবার প্রেমিকা মালা ঘোষের সঙ্গে দিঘা আসেন তিনি। রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সোমবার দুপুর নাগাদ হোটেলের লোকজন উদ্ধার করে নিয়ে আসেন দিঘা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্তে নেমে দিঘা থানার পুলিশ আটক করেছে নিহতের মহিলা সঙ্গী মালাকে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের নপাড়ার বাসিন্দা তিনি। বিবাহিত হলেও সম্পর্কে ছিলেন রামের সঙ্গে। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, রাতে মদ খেয়ে রাম তাঁর সঙ্গে অশান্তি করেন। মারধরও করেন তাঁকে। CONTINUE READING

    পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

    স্বচ্ছভারত অভিযানকে ঘিরে চাঁচলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রকাশ‍্যে, কটাক্ষ তৃণমূলের।

    তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেফতার করছে পুলিশ, আর এরই প্রতিবাদে থানায় হাজির হলেন তৃণমূলের নেতাকর্মীদের।

    গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল, অতুল চন্দ্র কুমার মার্কেটের শুভানুধ্যায়ীবৃন্দ।

    জমি দখলের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধর এবং তার ছেলেকে অপহরণ করার অভিযোগ।

    তৃণমূল কংগ্রেস প্রভাবিত করছে শিক্ষা থেকে শুরু করে বিচার ব্যবস্থাকে, বললেন দিলীপ ঘোষ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments