More
    HomeখবরDeucha ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন...

    Deucha ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন করেন লোকসভার বিরোধী দলনেতা।

    Today Kolkata:- ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন করেন পঃ বঃ প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ লোকসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী তাঁর মত ব্যক্ত করেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মিলটন রসিদ, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, মৃনালকান্তি বোস, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, রাজ্য যুব কংগ্রেস সাঃ সম্পাদক মাসিকুল ইসলাম শিবলী, জেলা কংগ্রেস সহ সভাপতি আসিফ ইকবাল, জেলা কংগ্রেস সাঃ সম্পাদক রথীন সেন, জেলা ছাত্র পরিষদ সভাপতি মেঘনাথ মাসাত প্রমুখ নেতৃবৃন্দ। Deucha ডেউচা,Deucha ডেউচা

    Deucha ডেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পে আদিবাসী ভাইদের আন্দোলনকে সমর্থনে করে এলাকা পরিদর্শন করেন লোকসভার বিরোধী দলনেতা।

    MORE NEWS – বন্ধ হয়ে পড়ে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা।

    মালদহ:-  বন্ধ হয়ে পড়ে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা। জেলা ও জেলার বাইরের ইতিহাস জানতে বঞ্চিত পড়ুয়া থেকে মালদাবাসী। এমনকি পর্যটকেরাও জেলার বহু ইতিহাস জানতে পারছেনা। দীর্ঘদিন ধরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। আন্তর্জাতিক ঐতিহ্য দিবসের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটি নিয়মিত খোলা রাখার দাবি জানালেন বিশ্ববিদ্যালয়ের একাংশ। গৌড়বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত নানা যুগের পাথরের মূর্তি যেমন আছে,পাশাপাশি সংগৃহীত হয়েছে বাঁকুড়ার দশাবতার তাস,মুর্শিদাবাদের পটচিত্র,দক্ষিণ চব্বিশ পরগনার আহ্লাদী পুতুল অথবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগৃহীত মাটির তৈরি পীরের মাজারের ঘোড়া।আছে গম্ভীরা আর ছৌয়ের মুখোশের বিস্তৃত সংগ্রহ। সীমিত পরিসরের মধ্যে পুরোটাই ছিমছাম করে গুছিয়ে রাখা। CONTINUE READING

    Amit Shah অমিত শাহর রাজ্য সফরের আগে, টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি।

    Durgapur দুর্গাপুরে 41 নম্বর ওয়ার্ডের শমিক নগরে বাড়ির সামনে পিটিয়ে খুনের অভিযোগ, আটক তিন।

    SBI – এর গাড়ি ও বাড়ির ঋণের সুদ হলো মহার্ঘ। লোনে শূন্য দশমিক দশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

    পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার পার্টির আয়োজন করল মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা ফাঁড়ির পুলিশ কর্মীরা।

    সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে এস জে ডিএর দায়িত্বে থাকা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী দীঘির পাড়ে মন্দির প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযান বিজেপির।

    তীব্র দহন থেকে অবশেষে মুক্তির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments