More
    HomeখবরSBI - এর গাড়ি ও বাড়ির ঋণের সুদ হলো মহার্ঘ। লোনে শূন্য...

    SBI – এর গাড়ি ও বাড়ির ঋণের সুদ হলো মহার্ঘ। লোনে শূন্য দশমিক দশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

    Today Kolkata:- SBI – এর গাড়ি ও বাড়ির ঋণের সুদ হলো মহার্ঘ। লোনে শূন্য দশমিক দশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। গত ১৫- ই এপ্রিল থেকে এই হার কার্যকর হয়েছে। প্রথমে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। এরপর একই রাস্তায় হাটলো ভারতীয় স্টেট ব্যাংক। অর্থনীতিবিদদের একাংশ মনে করছে এরপর সমস্ত রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্ক তাদের সুদের হার বৃদ্ধি করবে। গৃহ ঋণের সুদের হার বৃদ্ধি পেলে আদতে অসুবিধে হবে সাধারণ মধ্যবৃত্তের। সেই সঙ্গে দেশের মূল্য বৃদ্ধির চাকা যে ঘুরছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এমনিতেই গাড়ির বাজার খুব একটা উদ্ধমুখি নয়। ধীরে ধীরে প্রতিটি কোম্পানি তাদের গাড়ির দাম বাড়িয়েছে। এমন গাড়ি কেনার সুদের হার বাড়লে আদতে আরো ক্ষতির মুখে পড়বে গাড়ির বাজার।

    SBI – এর গাড়ি ও বাড়ির ঋণের সুদ হলো মহার্ঘ। লোনে শূন্য দশমিক দশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

    MORE NEWS – নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

    দিঘা:- নিউ দিঘার একটি হোটেলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নাম রাম উপাধ্যায় (৪৩)। হুগলির ডানকুনি থানার গোকুলধাম দিল্লি রোডের বাসিন্দা। রবিবার প্রেমিকা মালা ঘোষের সঙ্গে দিঘা আসেন তিনি। রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সোমবার দুপুর নাগাদ হোটেলের লোকজন উদ্ধার করে নিয়ে আসেন দিঘা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্তে নেমে দিঘা থানার পুলিশ আটক করেছে নিহতের মহিলা সঙ্গী মালাকে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের নপাড়ার বাসিন্দা তিনি। বিবাহিত হলেও সম্পর্কে ছিলেন রামের সঙ্গে। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, রাতে মদ খেয়ে রাম তাঁর সঙ্গে অশান্তি করেন। মারধরও করেন তাঁকে। রাগে বেলকনিতে চলে যান মালা। CONTINUE READING

    অবৈধ মাটি পাচার ভেস্তে দিল মালদহের চাঁচল থানার পুলিশ।

    ২০২৩ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে পাঞ্জাব জয়ের পর এবার বাংলায় নজর আপের।

    মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল আসামি জানেআলম মোল্লা কে আজ ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

    এক নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    করোনা কাটিয়ে অত্যন্ত ধুমধামের সাথে জলপাইগুড়ি তে পালিত হচ্ছে হনুমান জন্ম জয়ন্তি।

    পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments