More
    Homeখবরপরপর ব্যার্থতা, খাদের কিনারায় বঙ্গ বিজেপি, এমন অবস্থায় দলকে চাঙ্গা দেখতে চাইছেন...

    পরপর ব্যার্থতা, খাদের কিনারায় বঙ্গ বিজেপি, এমন অবস্থায় দলকে চাঙ্গা দেখতে চাইছেন নিচু তলার কর্মীরা।

    Today Kolkata:- পরপর ব্যার্থতা। খাদের কিনারায় বঙ্গ বিজেপি। এমন অবস্থায় দলকে চাঙ্গা দেখতে চাইছেন নিচু তলার কর্মীরা। তাদের মনোভাব বুঝে পরপর আইন অমান্য কর্মসূচী গ্রহন করছে বঙ্গ বিজেপি। শুরু অবশ্য করছে রাজ্য যুবমোর্চা। বিজেপি সূত্রের খবর আগামী ২৬- শে এপ্রিল বিকাশ ভবনের সামনে আইন অমান্য করবেন যুব মোর্চার কর্মীরা। এসএসসি নিয়ে রাজ্যের বিরুদ্ধে রয়েছে গুচ্ছ অভিযোগ। চলছে কলকাতা হাইকোর্টে মামলা। এবার এই ইস্যুতে পথে নেমে আইন অমান্য কর্মসূচি পালন করবে যুব মোর্চা। সূত্রের খবর নবান্ন অভিযান নিয়েও বিজেপির অন্দরে চলছে আলোচনা। বঙ্গ বিজেপির সমস্ত শাখা সংগঠন এমন আইন অমান্য কর্মসূচি চলতি মাসে নিতে পারে বলে সূত্রের খবর।পরপর ব্যার্থতা,পরপর ব্যার্থতা,

    পরপর ব্যার্থতা, খাদের কিনারায় বঙ্গ বিজেপি, এমন অবস্থায় দলকে চাঙ্গা দেখতে চাইছেন নিচু তলার কর্মীরা।

    MORE NEWS – বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশ।

    মালদা, ১৮ এপ্রিল:- বেআইনি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশ। সোমবার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাটি বোঝাই ট্রাক্টর এবং তিনটি লরি আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। বিভিন্ন নদীর চর থেকে এবং বাঁধের মাটি কেটে পাচার করার অভিযোগ উঠেছিল একশ্রেণীর অসাধু চক্রের বিরুদ্ধে। এবিষয়ে সম্প্রতি রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জী রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে অভিযোগ জানিয়ে ছিলেন। মন্ত্রীর অভিযোগ পেয়ে জেলা পুলিশ ও প্রশাসনকে বেআইনি মাটি, বালি পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আর সেই নির্দেশ পেতেই জোরদার অভিযান শুরু করেছে জেলা পুলিশের কর্তারা। CONTINUE READING

    সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে এস জে ডিএর দায়িত্বে থাকা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী দীঘির পাড়ে মন্দির প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযান বিজেপির।

    অশোকনগরের পরে এবারের দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৫ যুবকের মৃত্যু আহত ৪।

    স্বচ্ছভারত অভিযানকে ঘিরে চাঁচলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রকাশ‍্যে, কটাক্ষ তৃণমূলের।

    ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত ১০০ পার, কিছুটা হলেও আতঙ্ক কমছে চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রামে।

    নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার বাংলাদেশে কাল বৈশাখী ঝড় ও বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে।

    হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ, পানীয়জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments