More
    HomeখবরAmit Shah অমিত শাহর রাজ্য সফরের আগে, টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি।

    Amit Shah অমিত শাহর রাজ্য সফরের আগে, টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি।

    Today Kolkata:- অমিত শাহর রাজ্য সফরের আগে টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি। সূত্রের খবর ২- রা মে গনতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে কলকাতায় মহামিছিল করবে রাজ্য বিজেপি। ৩- রা মে বিজেপির বিধায়ক ও সাংসদরা অনশন কর্মসূচি পালন করবেন। ৯- ই মে গনতন্ত্রের দাবিতে রাজ্যের প্রত্যেক ব্লকে মিছিল করার জন্য মন্ডল কমিটি গুলিকে নির্দেশ দিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রথমে ব্লকে আন্দোলন। পরে অর্থাৎ ১১- ই মে জেলার সদর শহরে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর অনন্ত জেলায় মিছিল করার জন্য ৫০ কর্মী সমর্থকদের আনার পরিকল্পনা করছে জেলা বিজেপি নেতৃত্ব। Amit Shah,Amit Shah

    রাজ্য বিজেপির একাংশ চাইছেন অমিত শাহর রাজ্য সফরের আগে সব কর্মসূচিকে সফল ভাবে পালন করতে। কারন অমিত শাহ আসার পর অনেক নেতাই তার প্রশ্নের মুখে পড়তে পারেন। তাই এই কর্মসূচি গুলিকে পালন করে মুখ রক্ষা করতে চাইবেন বঙ্গ বিজেপির নেতারা। পাশাপাশি আন্দোলন করে দলকে একসূত্রে গাঁথা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আর ওরা বাদদিয়ে রাস্তায় নামাটাই এখন সবথেকে বড় পরীক্ষা বিজেপির রাজ্য নেতৃত্বর কাছে।

    Amit Shah অমিত শাহর রাজ্য সফরের আগে, টানা আন্দোলন কর্মসূচি নিচ্ছে বিজেপি।

    MORE NEWS – স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দু’দিনব্যাপী খাদ্য ও বস্ত্র বিতরণ।

    Today Kolkata:- কান্দি মহকুমার ভরতপুর 1 নং ব্লকের অন্তর্গত তালগ্রাম অঞ্চলের তালগ্রাম কামাল শা বাবা সোসাইটির পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা প্রদান করার উদ্দেশ্যে, গত সোমবার তালগ্রাম অঞ্চলে এবং আজ পার্শ্ববর্তী করিনদা গ্রামে দুদিন ব্যাপী যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাতে দু দিনে মোট 18 টি গ্রামের প্রায় 1000 গরীব ও দুঃস্থ মানুষদের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেয়া হয়। দুদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভরতপুর 1 নং ব্লকের তৃণমূল যুব সভাপতি নজরুল ইসলাম (টারজেন), পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যরা। সংস্থার কর্ণধার শেখ আনোয়ার হোসেন (আনন্দ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সমাজসেবার, CONTINUE READING

    অশোকনগরের পরে এবারের দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৫ যুবকের মৃত্যু আহত ৪।

    বন্ধ হয়ে পড়ে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments