More
    Homeখবরএবার বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রতি লক্ষ্য রেখে বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট...

    এবার বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রতি লক্ষ্য রেখে বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত ঢুকতে পারবে।

    Today Kolkata:- এবার বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রতি লক্ষ্য রেখে বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত ঢুকতে পারবে। এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশের যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না। ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানিয়েছে, যাদের ভারতে প্রবেশের জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত প্রবেশ করতে পারবেন। এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসাও নেওয়া যাবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন। বৈশ্বিক কোভিড-১৯ কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নবেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। তবে সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে স্থলপথেও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।

    এবার বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্য প্রতি লক্ষ্য রেখে বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত ঢুকতে পারবে।

    MORE NEWS – দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদলে তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল।

    মহিষাদলঃ- গ্রাম বাংলা থেকে বেশি সংখক খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদল সুইমিং ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৯ শে মার্চ থেকেব ৩১ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে মহিষাদলে ” তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল” শনিবার সাংবাদিক বৈঠক করে জানান দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহী। তিনি ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সংস্থার সাংগঠনিক সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। মহিষাদলের বিভিন্ন মাঠে ক্রিড়া, তীরন্দাজ, হ্যান্ডবল, সাঁতার সহ ১৭ টি বিভাগের খেলায় দেশের বিভিন্ন রাজ্যে থেকে ১৫০০ প্রতিযোগী অংশগ্রহন করবে বলে জানান তপনবাবু। CONTINUE READING

    দেশি পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার 4।

    ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে।

    শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইস্কন ভক্ত বৃন্দের দারা পরিচালিত) দক্ষিণ ঝাপরদাহ, ডোমজুর, হাওড়াতে এখন সাজো সাজো রব।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments