More
    Homeখবরছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের...

    ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে।

    মালদা:- ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আহত সিভিক ভলেন্টিয়ার মোঃ শহিদুর রহমান (৩০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মন্ডল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন। গভীর রাতে ৭ থেকে ৮ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে ব্যাংকে ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সময় কর্মরত ওই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ভোর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

    ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ার কে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে।

    MORE NEWS – পাণ্ডবেশ্বর বিধানসভায় মেগা প্রচার সারলেন শত্রুঘ্ন সিনহা।

    Today Kolkata:- পাণ্ডবেশ্বর বিধানসভায় মেগা প্রচার সারলেন শত্রুঘ্ন সিনহা। উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে আসানসোলের প্রার্থী হিসেবে চিত্রতারকা শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেন। সোমবারই সেই চিত্র তারকা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব শত্রুঘ্ন সিনহা মনোনয়নপত্র দাখিল করার পরে বুধবার পাণ্ডবেশ্বর এরিয়া অফিস প্রাঙ্গণে এবং লাউদোহা ফুটবল ময়দানে কর্মী সভা সারলেন তিনি।এদিনের সভায় প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব । CONTINUE READING

    আজ সকালে বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে মেদিনীপুর মহাবিদ্যালয়ের ১৫০তম প্রতিস্ঠা বর্ষ উদযাপন উৎসব শুরু হয়েছে।

    হবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো ১৯ জন।

    বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments