More
    Homeপশ্চিমবঙ্গএবার ED-র দায়ের করা মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত

    এবার ED-র দায়ের করা মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত

    কয়লা পাচার কাণ্ডে (coal scam case) তলব করার পরেও হাজিরা দেননি দিল্লিতে ইডির (ed) দফতরে। তিনি সেখানে করোনা সংক্রমণের কথা বলেছেন। সেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (rujia banerjee) এবার তলব করেছে দিল্লির আদালত। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই আবেদনের ভিত্তিতেই এবার রুজিরাকে তলব করেছে পাতিয়ালা হাউজ কোর্ট। তাঁকে ৩০ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

    এবার ED-র দায়ের করা মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত

    Read More-স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে নেওয়া যাবে না কোনও বন্ধক, জমি-বাড়ির দলিল, ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা নবান্নর

    গত ৬ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁকে নয় ঘন্টা ধরে জেরা করা হয়েছিল। যা নিয়ে জামনগরের ইডির অফিস থেকে বেরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। তিনি দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নে। পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বর তাঁকে ফের ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়। তিনি যাননি। এরপর ১১ সেপ্টেম্বর তৃণমূল সাংসদকে ফের ডেকে পাঠায় ইডি। সেই সময় ইডি সূত্রে জানা গিয়েছিল, অভিষেকের অনেত উত্তরে তারা সন্তুষ্ট হতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অভিষেককে এই জিজ্ঞাসাবাদের কয়েকদিন আগে ১ সেপ্টেম্বর রুজিরাকে তলব করা হলেও তিনি সেখানে হাজিরা দেননি। তাঁর ছোট দুই সন্তান এবং করোনা সংক্রমণে ভয়ের কথা বলেছিলেন। ওদিকে আগামী ২১ সেপ্টেম্বর অভিষেককে ফের দিল্লিতে তলব করেছে ইডি। এর পর ইডির সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

    Read More-আইকোর মামলায় রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের

    এর মধ্যে তাঁর কাছে এসে পৌঁছেছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের সমন। ইডির দায়ের করা একটি মামলায় তাকে ৩০ সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছে পাতিয়ালা হাউজ আদালত। ইডির দাবি, কয়লাপাচারকাণ্ডে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও হাজিরা দিচ্ছেন না তিনি। আইনজ্ঞদের মতে, অভিষেক রুজিরার দায়ের করা মামলার আইনি লড়াইয়ের অংশ হিসাবে দায়ের হয়েছে এই মামলা। এখন দেখার ৩০ সেপ্টেম্বর সশরীরে আদালতে হাজির দেন কি না রুজিরাদেবী।

    Read More-ঘূর্ণাবর্তের প্রভাব, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টিপাতের সর্তকতা জারি

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments