More
    Homeখবরকংগ্রেস বিজেপিকে ঠেকাতে পারে না, তৃণমূল সেটা পারে কটাক্ষ কুনালের

    কংগ্রেস বিজেপিকে ঠেকাতে পারে না, তৃণমূল সেটা পারে কটাক্ষ কুনালের

    Today Kolkata:- কংগ্রেস বিজেপিকে ঠেকাতে পারে না, তৃণমূল সেটা পারে কটাক্ষ করলেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তাঁর আক্রমণ, “নিজেদের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস এখন অকংগ্রেসি, অবিজেপি দলগুলির ক্ষতি চাইছে। বিজেপির সাহায্যও নিচ্ছে তারা। বাংলাতেও সম্প্রতি কংগ্রেসের যা ভূমিকা, তাতে এরা দিল্লিতে বিজেপি বিরোধিতার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

     

    ”তাঁর দাবি, নিজেদের দ্বিচারিতার জন্য বিজেপি বিরোধিতায় গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে হাত-শিবির প্রসঙ্গত,সাগরদিঘির ভোটে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। আর তারপর থেকেই বাম-কংগ্রেস নির্বাচনী বোঝাপড়ার সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

     

    সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, সেখানেও কি বাম-কংগ্রেস হাত ধরাধরি করে ময়দানে নামবে? এই নিয়ে যখন জোর জল্পনা, কিছুদিন আগে তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ স্মরণ করিয়ে দিচ্ছেন সাঁইবাড়ি গণহত্যার কথা। সালটা ছিল ১৯৭০। ১৭ মার্চ। তখনও তৃণমূল কংগ্রেস গঠিত হয়নি। সেই সময় বর্ধমানের সাঁইবাড়িতে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছিল গোটা বাংলা। কংগ্রেস কর্মী ও সমর্থকরা সেই সময় সিপিএম-এর কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ।

    আরও পড়ুন – Recruitment scam নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ? সন্দেহ প্রকাশ ইডি কর্তাদের।

    একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছিল, মারা গিয়েছিলেন এক গৃহশিক্ষকও। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে কুণাল ঘোষ বলেন, ‘একের পর এক মৃত্যুই কেবল নয়, মৃত ছেলের রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল বৃদ্ধা মাকে। নৃশংস গণহত্যা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে আগামী ১৭ মার্চ সাঁইবাড়ি দিবসে বর্ধমান সহ বিভিন্ন জায়গায় সিপিএম-এর সন্ত্রাস, গণহত্যা, নির্যাতন আবারও তুলে ধরা হবে।’ আবার এদিন কংগ্রেসকে আক্রমন করেন।

     

    উল্লেখ্য, কংগ্রেস বিজেপিকে ঠেকাতে পারে না, তৃণমূল সেটা পারে কটাক্ষ করলেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তাঁর আক্রমণ, “নিজেদের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস এখন অকংগ্রেসি, অবিজেপি দলগুলির ক্ষতি চাইছে। বিজেপির সাহায্যও নিচ্ছে তারা। বাংলাতেও সম্প্রতি কংগ্রেসের যা ভূমিকা, তাতে এরা দিল্লিতে বিজেপি বিরোধিতার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments