More
    Homeখবরকালিকাপুরের শিব কালী শীতলা পূজো ৯০ এ পা দিল।

    কালিকাপুরের শিব কালী শীতলা পূজো ৯০ এ পা দিল।

    Today Kolkata:- ‘বারো ঘর যেন পরিণত হল এক উঠোনে’। বাপ দাদার আমল থেকে চলে আসা শিবকালী শীতলা পুজো কে কেন্দ্র করে বারাসাত পৌরসভা 17 নম্বর ওয়ার্ডেরর কালিকাপুরে বসেছে আনন্দের হাট। পাড়ার প্রত্তেকেই এই পুজো কে কেন্দ্র করে এক হয়ে ওঠেন। প্রতি বছরের ন্যায় এ বছরও মেতে উঠেছেন বিশ্ববাসীর মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে নিজেদের মঙ্গল কামনায়।
    কালিকাপুরের এই পুজো দেখতে দেখতে এবার নব্বইয়ে পা রাখল। তাই সকাল থেকে মণ্ডপে পুরোহিতের মন্ত্রের মাধ্যমে পুজোর সূচনা হলেও এই পুজো কে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হয়েছেন এলাকার মহিলারা।একদিকে মহিলাদের মধ্যে যখন আনন্দের উৎসব অন্যদিকে তেমনি এই পুজো কে কেন্দ্র করে কালিকাপুর এর আবাল বৃদ্ধ বনিতা রা একত্রিত হয়ে ধরে রেখেছেন বাপ দাদার আমলকর পরম্পরা কে। কালিকাপুরের শিব,কালিকাপুরের শিব

    কালিকাপুরের শিব কালী শীতলা পূজো ৯০ এ পা দিল।

    MORE NEWS – বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

    Today Kolkata:- মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন কি উদ্দেশ্য সেই প্রশ্নের জবাবে তিনি বলেন…উনার ব্যবহার দেখে ইদানিং বোঝা যাচ্ছে উনি পুরোপুরি কনফিউজড কারণ যেভাবে পুলিশকে ধমকাচ্ছেন পুলিশ সবকিছু করছে পুলিশ কী করছে বলে তিনি প্রশ্ন তোলেন এর পাশাপাশি তিনি আরো বলেন পুলিশকে আপনারা কিছু করতে না দিয়ে হাত বেঁধে রেখেছেন পুলিশ আজকে পার্টির ক্যাডার হয়ে গেছে শুধু ভোটে জেতানো ওদের কাজ হয়েছে আপনি পুলিশ মন্ত্রী 11 বছর ধরে পুলিশের যদি এই দুর্দশা হয়ে থাকে কে দায়ী আপনি দায়িত্ব নিন ঘরে দায়িত্ব নেওয়ার হিম্মত নেই এখন ক্যাচাল থেকে বাঁচার জন্য মাঝে মাঝে দিল্লি যানে উনি অনেক লোককে অ্যাপয়নমেন্ট এর জন্য বলেছেন আগে থেকে বলে দেন জেজে অ্যাপয়নমেন্ট দেবেন তার সঙ্গে দেখা করবেন। CONTINUE READING

    ভাগীরথী নদীতে, নৌকো করে ঘুরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ শিশুকন্যা সহ মা।

    মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি।

    দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে গরম, তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ।

    ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক।

    চন্দননগর পুলিশ কমিশনার আন্ডারে 10 টি “WINERS” ওমেন্স পুলিশ বাইক পেট্রোল সার্ভিসের সূচনা হল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments