More
    Homeখবরকীটনাশক পান করে ৯ মাসের এক অন্ত:‌সত্ত্বা মহিলার মৃত্যু।

    কীটনাশক পান করে ৯ মাসের এক অন্ত:‌সত্ত্বা মহিলার মৃত্যু।

    মালদা:- কীটনাশক পান করে ৯ মাসের এক অন্ত:‌সত্ত্বা মহিলার মৃত্যু। ছোট ছেলের সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যার ঘটনা বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃতার নাম লছমি মণ্ডল(‌২০)। মোথাবাড়ি থানার ঢেলপাড়ায় বাড়ি তাঁর। স্বামী শ্যামল মণ্ডল অটো চালক। লছমি তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর পথ দুর্ঘটনায় বছর তিনেক আগে মৃত্যু হয়। প্রথম পক্ষের ২ ছেলেমেয়ে রয়েছে। বছর দুয়েক আগে লছমিকে বিয়ে করেন শ্যামল। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ছোট ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে গন্ডগোল বাধে। তারপরই কীটনাশক পান করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কীটনাশক পান করে ৯ মাসের এক অন্ত:‌সত্ত্বা মহিলার মৃত্যু।

    MORE NEWS – বারাসতে বিজেপি জেলা কার্যকরী কমিটি থেকে, গণ ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করলো সাংবাদিক সম্মেলনে।

    Today Kolkata:- বারাসতে বিজেপি জেলা কার্যকরী কমিটি থেকে রবিবার রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে গণ ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করলো সাংবাদিক সম্মেলনে। বারাসত কে কে মিত্র রোডে বিজেপির জেলা কমিটি সদস্য শ্যামল রায় মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতি সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানালেন। অভিযোগ বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র এর বিরুদ্ধে।জেলা সভাপতি জেলার দীর্ঘদিনের বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মান ও উপযুক্ত সাংগঠনিক দায়িত্ব না দেওয়া, স্বজনপোষণ, আর্থিক দুর্নীতি, শাসক দলের নেতা মন্ত্রীদের সাথে আঁতাত করে জেলার সংগঠনটি ধুলিস্যাৎ করার প্রতিবাদে, জেলার কার্যকরী কমিটি থেকে গণ ইস্তফা। বিজেপির বারাসাত জেলা কমিটির ৬৯ জন মেম্বার এর মধ্যে ১৫ জন ইস্তফা দিয়েছে।ইতিমধ্যেই তাদের চিঠি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর কাছে পৌঁছে গেছে। সাংবাদিক সম্মেলন করে জানালেব সে কথা। CONTINUE READING

    বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব প্রাক্তন তৃণমূলের প্রধানের স্বামীর। পুলিশের তৎপরতায় গ্রেফতার।

    দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে গরম, তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ।

    বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

    ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক।

    কালিকাপুরের শিব কালী শীতলা পূজো ৯০ এ পা দিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments