More
    Homeখবরকুলটির রানিসায়ের ময়দানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কয়লাখনি শ্রমিকের হেলমেট পরিয়ে সংবর্ধনা।

    কুলটির রানিসায়ের ময়দানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কয়লাখনি শ্রমিকের হেলমেট পরিয়ে সংবর্ধনা।

    Today Kolkata:- কুলটির রানিসায়ের ময়দানে আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কর্মী অনুষ্ঠিত হলো।সোমবারের এই কর্মীসভায় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কয়লা খনি শ্রমিকের হেলমেট পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।প্রসঙ্গত এর আগেও কালাপাথর সিনেমা শুটিং এর সময় অভিনেতা শত্রুঘ্ন সিনহা কয়লাখনি শ্রমিকের হেলমেট পরে শুটিং করেছিলেন।এদিন আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা খনি শহরে নির্বাচনী কর্মীসভাতে এসেছিলেন তাই তৃণমূলের তরফে তার মাথায় কয়লাখনি শ্রমিকের হেলমেট পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন এই হেলমেট পরে কালাপাথর সিনেমার শুটিং এর ঘটনা মনে পড়ে গেল।এদিনের সভায় বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

    কুলটির রানিসায়ের ময়দানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কয়লাখনি শ্রমিকের হেলমেট পরিয়ে সংবর্ধনা।

    MORE NEWS – উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হলো বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)।

    TodayKolkata:- উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হলো বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। এই হাই পারফরম্যান্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে, ‘পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম’। রবিবার খড়্গপুর আইআইটি-তে স্বশরীরে উপস্থিত হয়ে এই ব্যবস্থার সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। প্রসঙ্গত, রবিবার খড়্গপুর আইআইটি’র প্রাক্তনীদের পুরস্কার প্রদান ‘ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন তিনি। তার ঠিক আগেই এই সুপার কম্পিউটিং ব্যবস্থারও সূচনা করলেন তিনি।

    উল্লেখ্য যে, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি (IISC Bangalore) তে ‘পরম-প্রভেগা’ নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়। দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে। COTINUE READING

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর সহবাস, বিয়ের প্রশ্ন করতেই বেধড়ক মারধর যুবতীকে, আদালতের দ্বারস্থ যুবতী।

    রাজস্ব আদায়ে গতি ও স্বচ্ছতা আনতে ১ এপ্রিল থেকে দিঘার হোটেলগুলিতে বাধ্যতামূলক অনলাইন ডেটাবেস সিস্টেম।

    ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিশ গোলাহাট এলাকা থেকে।

    স্বর্ণ মৎস্য যোজনায় বাগদা পার্শে ভাঙন চাষ সূচনা হলদিয়ায়।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments