More
    Homeখবরজলপাইগুড়ি পৌরসভার উদ্দ্যেগে দশ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো সোমবার।

    জলপাইগুড়ি পৌরসভার উদ্দ্যেগে দশ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো সোমবার।

    সোমবার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ভানু নগরে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাহুত এর উপস্থিতিতে চিকিৎসাদের পরিচালনায় একটি স্বাস্থ্য শিবিরের আয়জন করা হয় ,যার উধবোধন করেন  ভাইস চেয়ারম্যান  সৈকত চট্টোপাধ্যায়। বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের উধবোধন করে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই অঞ্চলের পৌর নাগরিকদের সুস্বাস্থ্য বজায় রাখার উদ্দেশ্যে এই বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন, যার ফলে এই ওয়ার্ডের বহু মানুষ উপকৃত হবেন। জলপাইগুড়ি পৌরসভার ,জলপাইগুড়ি পৌরসভার

    জলপাইগুড়ি পৌরসভার উদ্দ্যেগে দশ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো সোমবার।

    MORE NEWS – দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদলে তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল।

    মহিষাদলঃ- গ্রাম বাংলা থেকে বেশি সংখক খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদল সুইমিং ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৯ শে মার্চ থেকেব ৩১ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে মহিষাদলে ” তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল” শনিবার সাংবাদিক বৈঠক করে জানান দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহী। তিনি ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সংস্থার সাংগঠনিক সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। মহিষাদলের বিভিন্ন মাঠে ক্রিড়া, তীরন্দাজ, হ্যান্ডবল, সাঁতার সহ ১৭ টি বিভাগের খেলায় দেশের বিভিন্ন রাজ্যে থেকে ১৫০০ প্রতিযোগী অংশগ্রহন করবে বলে জানান তপনবাবু। CONTINUE READING

    MORE NEWS – বেপরয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বিএড কলেজের এক শিক্ষকের।

    মালদা:-  বেপরয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বিএড কলেজের এক শিক্ষকের । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার করকচ এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ওইদিন রাতে পায়ে হেঁটেই রাস্তার ধার দিয়ে বাড়ি ফিরছিলেন  ওই শিক্ষক।  কিন্তু পিছন দিক থেকে একটি বেপরোয়া অজানা গাড়ি ওই শিক্ষককে ধাক্কা মেরে এলাকা থেকে পালিয়ে যায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাতে থাকেন ওই শিক্ষক। পরে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষককে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম প্রীতম মন্ডল (২৯)। তার বাড়ি গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের আহোরা এলাকায়। CONTINUE READING

    মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে রোগী ভর্তি করতে এসে হেনস্তার অভিযোগ আয়াদের বিরুদ্ধে। রাত্রে বেধড়ক মারধর করা হয় আশা কর্মীকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments