More
    Homeজাতীয়কেন্দ্রের কাছে '‌পিএম কেয়ার্স ফর চিলড্রেন'‌ প্রকল্পের বিস্তারিত রিপোর্ট চাইল শীর্ষ আদালত

    কেন্দ্রের কাছে ‘‌পিএম কেয়ার্স ফর চিলড্রেন’‌ প্রকল্পের বিস্তারিত রিপোর্ট চাইল শীর্ষ আদালত

    করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের দেখভালের বিস্তারিত রিপোর্ট চাইল শীর্ষ আদালত। কোভিডে যে সমস্ত শিশুরা অভিভাবকহীন হয়ে পড়েছে, তাঁদের দেখভালের জন্য ‘‌পিএম কেয়ার্স ফর চিলড্রেন’‌ প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই প্রকল্পেরই বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী সোমবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
    নরেন্দ্র মোদি করোনার জেরে অনাথ হয়ে পড়া শিশুদের জন্য এই প্রকল্পের ঘোষণা করার পরই শীর্ষ আদালতে এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে চেয়ে আবেদন করেন আদালতের নিরপেক্ষ প্রতিনিধি বা অ্যামিকাস। মঙ্গলবার আদালতের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য্য ভাটিকে প্রকল্পের সুবিধা কারা পাবেন, কীভাবে গোটা বিষয়টির উপরে নজরদারি করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালত বলেছে, ‘‌অ্যামিকাস তাঁর আবেদনে জানিয়েছেন যে পিএম কেয়ার্স ফর চিলড্রেন প্রকল্পের তথ্য অনুযায়ী যে সমস্ত শিশুরা করোনা সংক্রমণের জেরে নিজের মা-বাবাকে হারিয়েছে, তাঁরা এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পের ঘোষণা করা হলেও প্রেস বিজ্ঞপ্তি ছাড়া বাকি কোনও তথ্যই জানা নেই।’‌ মামলার শুনানিতে বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চের তরফে জানানো হয়, এই প্রকল্পের অধীনে শিশুদের পড়াশোনার খরচ কেন্দ্র বহন করবে বলে জানিয়েছে। কিন্তু কতজন শিশু এই প্রকল্পের সুবিধা পাবে এবং কেন্দ্রীয় সরকার কীভাবে এই প্রকল্পের রূপায়ন করবে, তা নিয়ে কোনও সুস্পষ্ট ধারণা নেই। কোভিডে অভিভাবককে হারানো অনাথ শিশুদের সর্বশেষ আপডেটও জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments