More
    Homeরাজ্যকেন্দ্রের ছাড়পত্র, মুখ্যসচিব হিসেবে আলাপনের মেয়াদ বাড়ল ৩ মাস

    কেন্দ্রের ছাড়পত্র, মুখ্যসচিব হিসেবে আলাপনের মেয়াদ বাড়ল ৩ মাস

    পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আাবেদন মেনে নিয়ে আলাপনের চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হল কেন্দ্রের তরফে। সোমবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও তিন মাস বাড়ানোয় অনুমোদন দিয়েছে কেন্দ্র। ফলে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকের দায়িত্বভার সামলাবেন তিনি।

    উল্লেখ্য, ৬০ বছর পূর্ণ হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এর জেরে চলতি ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। গত বছরের ২৯ সেপ্টেম্বর রাজীব সিনহার অবসরের পরেই রাজ্যের মুখ্যসচিব পদে আসীন হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এক সময়ে সাংবাদিকতার দায়িত্ব সামলেছেন। সম্প্রতি তাঁর ভাই তথা সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোভিডে প্রাণ হারান।

    এহেন আমলার মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে গত ১২ মে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ছয় মাস মেয়াদ বৃদ্ধি হয়নি। হয়েছে তিন মাস।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments