More
    Homeখবরকেষ্টপুরের বাসিন্দা যুবক সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করল বেলঘড়িয়া...

    কেষ্টপুরের বাসিন্দা যুবক সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।

    Today Kolkata:- গতকাল বেলঘড়িয়া যতীনদাস নগরে রিহ্যাব সেন্টারে কেষ্টপুরের বাসিন্দা যুবক সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে রিহ্যাব সেন্টার দুটি যেই বাড়িতে চলত সেই বাড়ির মালিক সুশান্ত সরকার সহ ছয়। গতকাল ঘটনার পরেই এই তিনজনকে আটক করে পুলিশ। এরপরেই জিজ্ঞাসাবাদ চালিয়ে বয়ানে অসঙ্গীত মেলায় ওই তিনজন সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অভিষেক সিং, অমল দাস, অনিত ঘোষ, সুশান্ত সরকার, অভিজিৎ চক্রবর্তী, ঝুমা সরকার। ধৃতদের বিরুদ্ধে 302 ও 34 ধারায় মামলা রুজু করেছে পুলিশ।ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

    কেষ্টপুরের বাসিন্দা যুবক সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।

    MORE NEWS – জমিজমা সংক্রান্ত মামলা, তুলে না নেওযায় বাড়িতে এসে হুমকি তৃণমূল নেতার।

    Today Kolkata:- জমিজমা সংক্রান্ত মামলা তুলে না নেওযায় বাড়িতে এসে এক মহিলাকে, তিন দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারার হুমকি তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি। নাম পার্থ মন্ডল। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। এই ঘটনায় সোনারপুর থানায় FIR করেছেন আক্রান্ত মহিলা কনিকা মজুমদার। তার বক্তব্য পৈতৃক সুত্রে পাওয়া সম্পত্তি তিনি বিক্রি না করলেও বেআইনীভাবে সেইখানে নির্মান কাজ চলছে। এই ঘটনার বিচার চেয়ে আদালতের দারস্থ হয়েছেন তিনি। কেন আদলতে গিয়েছেন? ও দ্রুত মামলা যাতে তুলে নেন তারজন্যই বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি, অশ্লীলভাষায় গালাগালি গুলি করে মারার হুমকি দেওয়া হয়। CONTINUE READING

    MORE NEWS – হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি।

    Today Kolkata:- পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। মঙ্গলবার এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল কোনা ট্রাফিক গার্ডের এলাকায়।
    এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার আইপিএস সি সুধাকর সহ অন্যান্য পুলিশ অধিকারীকেরা। এদিনের এই অনুষ্ঠান থেকে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, CONTINUE READING

    বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments