More
    Homeজাতীয়গণতন্ত্রই সব ধরনের বিভেদকে মিটিয়ে দিতে পারে, কাশ্মীর সফরে গিয়ে উপত্যকাবাসীকে বার্তা...

    গণতন্ত্রই সব ধরনের বিভেদকে মিটিয়ে দিতে পারে, কাশ্মীর সফরে গিয়ে উপত্যকাবাসীকে বার্তা রাষ্ট্রপতি কোবিন্দের

    গণতন্ত্র সব ধরনের বিভেদকে মিটিয়ে দিতে পারে। কাশ্মীর সফরে গিয়ে উপত্যকাবাসীকে এমনই বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি রাষ্ট্রপতির বক্তব্য, গণতন্ত্রের মাধ্যমে এক নাগরিক তাঁর সর্বোচ্চ কার্য ক্ষমতায় পৌঁছাতে পারেন এবং কাশ্মীর যে এই বিষয়টি উপলব্ধি করেছে, তাতে তিনি খুশি। তিনি আরও জানান যে কাশ্মীর ভারতের গৌরবের মুকুট হিসেবে নিজের স্থান নিশ্চিত করবে এভং এখানকার যুব সমাজ নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন।

    কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ১৯তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, ‘কাশ্মীর খুব আনন্দের সাথে এখন থেকেই নিজের স্বপ্ন উপলব্ধ করছে। গণতন্ত্র আপনাদের নিজেদের ভবিষ্যত গড়তে সাহায্য কবে। সেই ভবিষ্যত গণতন্ত্রের ফলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হবে। যুব সমাজ এবং মহিলারা এর সবথেকে বেশি লাভ পাবেন। আমি নিশ্চিত তাঁরা এই সুযোগ হাতছাড়া করবেন না। ফের কাশ্মীর এবং কাশ্মীরিদের জীবনকে তৈরি করা হবে।’

    এদিন রাষ্ট্রপতি আরও বলেন, ‘গোটা দেশ আপনাদের দিকে প্রশংসা এবং গর্বের সঙ্গে তাকিয়ে। কাশ্মীরের যুব সমাজ সিভিল সার্ভিস, ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উচ্চতায় উঠছে। এই যুব সমাজের কাঁধে ভর দিয়েই জম্মু ও কাশ্মীর নিজের স্বপ্ন পূর্ণ করতে পারবে। খুব শীঘ্রই সেই স্বপ্ন পূর্ণ হবে বলে আণি মনে করি। কাশ্মীর ভারতের গর্বের মুকুট হিসেবে নিজের স্থান ধরে রাখবে যোগ্য ভাবে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments