More
    Homeখবরজাতীর মঙ্গল কামনায় কলকাতায় নববর্ষের শোভাযাত্র।

    জাতীর মঙ্গল কামনায় কলকাতায় নববর্ষের শোভাযাত্র।

    Today Kolkata:- জাতীর মঙ্গল কামনায় কলকাতায় নববর্ষের শোভাযাত্র। আজ সকালে যাদবপুর থেকে যোধপুর পার্ক পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রা হয়। প্রতিবারই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। পয়লা বৈশাখের সকালে বর্ণ, ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার মূল কথা সবার আগে মানুষ সত্য। অর্থাৎ আজকের পৃথিবীতে বাড়ছে হিংসা। বাড়ছে ভেদাভেদ। আর এই বিষয়টি সমাজ থেকে মুছতে এমন শোভা যাত্রার উদ্যোগ। প্রসঙ্গত,পয়লা বৈশাখের সকালে বাংলাদেশ ও শোভাযাত্রা হয়। প্রতিবারই এই শোভাযাত্রা নিয়ে তাকে একশ্রেণীর উগ্রবাদীদের ফতোয়া। তবুও বাংলাদেশের জনগণ এই ফতোয়াকে অগ্রাহ্য করে বার করে শোভাযাত্রা। ঢাকার রাজপথে আওয়াজ ওঠে মানবতার। বাঙালি যে মানবতার বড় উদাহরন। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ মাইকেলের বাংলা সবসময় মানবতার কথা বলেছে। এই মাটিতে চৈতন্যদেব মানবতা প্রচার করেছেন। ঢাকার রাজপথে বাংলা ভাষার লড়াইতে প্রান দিয়েছেন রফিকরা। তাদের আত্মত্যাগের কথা মাথায় রেখে বাঙালি এগিয়ে নিয়ে যাবে তার ভাষাকে। তার সংস্কৃতিকে।

    জাতীর মঙ্গল কামনায় কলকাতায় নববর্ষের শোভাযাত্র।

    MORE NEWS – বাঙালির চিরাচরিত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ।

    Today Kolkata:- বাংলাদেশে সাড়ম্বরে নববর্ষ উদযাপিত হয়েছে। প্রখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার রজনীকান্ত সেনের একটি গীতিকবিতার চরণ ধার করে এবার ঢাকায় মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ বৈশ্বিক কোভিড-১৯ কাটিয়ে আবার জেগে উঠেছে প্রাণ। আবার বাংলায় জেগেছে প্রান্তর। সুরের মূর্ছনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে সাড়ম্বরে উযাপিত হলো বাঙালির চিরায়ত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ। সেইসঙ্গে বাড়তি ছিল মঙ্গল শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাসটাও। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রমজান মাস হওয়ায় এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি। CONTINUE READING

    নামখানায় ধর্ষিতা গৃহবধুর নাম লেখা প্ল্যাকার্ড ছাপিয়ে BJP-র বিক্ষোভ মিছিল।

    ট্রেনের উদ্বোধন কে ঘিরে রাজনৈতিক সৌজন্যের নজির দেখল মালদা টাউন স্টেশন।

    700 বছরের পুরনো রীতি মেনে মড়ার খুলি নিয়ে নাচ আজও অব্যাহত কান্দির গাজন উৎসবে।

    নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লো লরি।লরির ধাক্কায় রক্তাক্ত দুই ও ভেঙে চুরমার বাইক শোরুম।

    বারুইপুরে কন্টেইনার গাড়ি থেকে উদ্ধার 60 কেজি গাঁজা, গ্রেফতার এক গাজা পাচারকারী।

    গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments