More
    Homeখবরনববর্ষের সকালে স্বস্তীর বার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

    নববর্ষের সকালে স্বস্তীর বার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

    Today Kolkata:- নববর্ষের সকালে স্বস্তীর বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। আগামীকাল অবেশেষে আসছে কালবৈশাখী। বঙ্গোপসাগর থেকে পূবালি বাতাস বইতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে স্থানীয় মেঘের সঞ্চার হয়েছে। শনিবার থেকে রবিবার কলকাতা সহ আশপাশে কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে।

    নববর্ষের সকালে স্বস্তীর বার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

    MORE NEWS – বাঙালির চিরাচরিত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ।

    Today Kolkata:- বাংলাদেশে সাড়ম্বরে নববর্ষ উদযাপিত হয়েছে। প্রখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার রজনীকান্ত সেনের একটি গীতিকবিতার চরণ ধার করে এবার ঢাকায় মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ বৈশ্বিক কোভিড-১৯ কাটিয়ে আবার জেগে উঠেছে প্রাণ। আবার বাংলায় জেগেছে প্রান্তর। সুরের মূর্ছনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে সাড়ম্বরে উযাপিত হলো বাঙালির চিরায়ত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ। সেইসঙ্গে বাড়তি ছিল মঙ্গল শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাসটাও। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রমজান মাস হওয়ায় এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি। CONTINUE READING

    MORE NEWS – ৮ বছর বয়সী ছোট শিশুর ওপর অত্যাচার।

    Today Kolkata:- ঘটনাটি ঘটেছে মাশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানপাড়া। গতকাল বুধবার গভীর রাত আনুমানিক রাত 10টার সময় আহেন খান নামে ওই শিশুটিকে তিনজন মিলে তাকে জোরপূর্বক ভাবে তুলে নিয়ে যায় দেড়শ মিটার দূরে একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে ওই শিশুটিকে ধারালো ব্লেড দিয়ে মুখে আঘাত করে তারপর মাথার চুল কেটে দেয়। এবং তাকে পুনরায় সেই জায়গাতেই দিয়ে যায় আহেন কে। এই ঘটনায় পরিবার আতঙ্কিত পরিবারের কাছ থেকে জানা যাচ্ছে তার পুত্র আহেন তাদেরকে চিনতে পেরেছেন এবং তাদের বয়স হবে 12 বছর। CONTINUE READING

    700 বছরের পুরনো রীতি মেনে মড়ার খুলি নিয়ে নাচ আজও অব্যাহত কান্দির গাজন উৎসবে।

    ২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা।

    জাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    বাবাধাম দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত 2, গুরুতর আহত 8 জন ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments