More
    Homeখবরজাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    জাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    করণদিঘী:- আজ ১০ই এপ্রিল জাতীয় জরীপ দিবস। করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা সার্ভেয়ার (আমিন) এসোসিয়েশন এর সভা অনুষ্ঠিত হলো করণদিঘীর বালিকা বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে‌। উত্তর দিনাজপুর জেলায় প্রায় ১৫৫ জন জরিপ বা আমিন রয়েছে। তার মধ্যে ১৪০ জনেরও বেশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমিন এসোসিয়েশন এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরবিন্দ সরকার, সম্পাদক অরুন শীল, এছাড়াও করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন সভাপতি শরত সিংহ, সম্পাদক রাখাল কুমার সিংহ, সহ-সভাপতি দীপক সিংহ, কোষাধ্যক্ষ অনিল কুমার যাদব ও বীরবল সিংহ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের সদস্য মোহনলাল সিংহ। এছাড়া জেলার অন্যান্য আমিন এসোসিয়েশন এর সদস্যরা। জাতীয় জরীপ দিবস,জাতীয় জরীপ দিবস

    জাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    MORE NEWS – হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ, পানীয়জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ।

    Today Kolkata:- সমুদ্রের একেবারে গায়েই হোটেল। কিন্তু সামনের বস্তির জন্য লোকসানে চলছে কারবার। তাই হোটেল সম্প্রসারণের কাজ শুরু করেছেন হোটেল মালিক। আর তার জন্য সামনের বস্তির ওপর নজর পড়েছে তার। বস্তির মালিকানা দাবি করে বস্তির দখল নিতে চাইছেন তিনি। কিন্তু স্থানীয় প্রতিরোধের কারণে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি বস্তি দখল। তবে তার জন্য চেষ্টা থেমে নেই হোটেল মালিকের।নানা ভাবে বস্তিবাসীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, পানীয় জল সরবারহ বন্ধ করে বস্তিবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে অভিযুক্ত হোটেল মালিক। হোটেল মালিকের এমন অত্যাচারের হাত থেকে রেহাই চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওল্ড দিঘার সৈকত সরণী লাগোয়া পশ্চিম গদাধরপুর বস্তির বাসিন্দারা। শনিবার দুপুরে বস্তি এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হোটেল মালিক অরবিন্দ দে ও তার ছেলে ডেনিয়েল দে-কে ধরে নিয়ে এসে থানায় আটক করে দিঘা থানার পুলিশ। CONTINUE READING

    বাংলাদেশে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে লাখো পুণ্যার্থীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে।

    স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন সহ সজল ধারা জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন।

    আজ হুগলীর চুঁচুড়ায় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিরোধান দিবস পালন হলো চুঁচুড়ার বঙ্কিম ভবনে।

    হুগলীর শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের উপরে দীর্ঘদিন ধরে রেল ব্রিজ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে নেই কোনো সংস্কার, এই দাবীতে বিক্ষোভ কর্মসূচী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments