More
    Homeখবরসম্প্রীতির অনন্য নজির, একই জায়গায় রক্ষাকালী, শিব ও পীর বাবা পূজিত হন।

    সম্প্রীতির অনন্য নজির, একই জায়গায় রক্ষাকালী, শিব ও পীর বাবা পূজিত হন।

    পূর্ব বর্ধমান:- শহর বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ড সংলগ্ন ময়ূর মহল এলাকায় প্রায় ২০০ বছরের প্রাচীন রক্ষা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। সারারাত্রি ব্যাপী সর্বধর্ম নির্বিশেষে একই জায়গায় তিনটি বেদি রয়েছে একদিকে যেমন পীর বাবার মাজারের বেদি রয়েছে, আরেকদিকে শিবমন্দির, আরেকদিকে রক্ষা কালী মায়ের মন্দির স্থাপিত রয়েছে। কার্যতঃ ঐতিহ্য পরম্পরা মেনে এই তিনটে পুজোয় খুব সুন্দর ভাবে পালিত হয় এবং এই শনিবার এবং রবিবারের মধ্যরাতে রক্ষা কালী মায়ের পুজোতে সাজগোজ করে মহাসমারোহে পালিত হয় পীরের মাজারেও। এবং শিব মন্দিরেও। এদিন এলাকাবাসীরা জানান, যে যেখানেই থাকেন আজকের দিনে মহিলারা এই পুজোতে বাপের বাড়ি আসেন মূলত রক্ষা কালী মায়ের পুজো দেখতে, এবং যে যা মান্যত করে থাকেন সেই মানত পূরণ হয় বলেও জানা যায় । রক্ষা কালী পূজোতে ঐতিহ্য পরম্পরা মেনেই অনুষ্ঠিত হলো এই রক্ষা কালী মায়ের পুজো ও পীর বাবা মাজারের প্রতি শ্রদ্ধা ও মনকামনা। সম্প্রীতির অনন্য,সম্প্রীতির অনন্য

    সম্প্রীতির অনন্য নজির, একই জায়গায় রক্ষাকালী, শিব ও পীর বাবা পূজিত হন।

    MORE NEWS – জাতীয় জরীপ দিবস পালিত হলো করণদিঘীতে।

    করণদিঘী:- আজ ১০ই এপ্রিল জাতীয় জরীপ দিবস। করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা সার্ভেয়ার (আমিন) এসোসিয়েশন এর সভা অনুষ্ঠিত হলো করণদিঘীর বালিকা বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে‌। উত্তর দিনাজপুর জেলায় প্রায় ১৫৫ জন জরিপ বা আমিন রয়েছে। তার মধ্যে ১৪০ জনেরও বেশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমিন এসোসিয়েশন এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরবিন্দ সরকার, সম্পাদক অরুন শীল, এছাড়াও করণদিঘী ব্লক আমিন এসোসিয়েশন সভাপতি শরত সিংহ, সম্পাদক রাখাল কুমার সিংহ, সহ-সভাপতি দীপক সিংহ, কোষাধ্যক্ষ অনিল কুমার যাদব ও বীরবল সিংহ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , CONTINUE READING

    আজ হুগলীর চুঁচুড়ায় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিরোধান দিবস পালন হলো চুঁচুড়ার বঙ্কিম ভবনে।

    ডাক বিভাগের কর্মীদের হুমকি দেওয়া সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক।

    মাটির নীচ থেকে উঠে এলেন মহাদেব, চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর বালিভাষা এলাকায়।

    মগরাহাটে জোড়া খুন,সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments