More
    Homeখবরজয়পুরে পথ দুর্ঘটনা মৃত্যু হল ২ মহিলার, আহত কমপক্ষে ৫।

    জয়পুরে পথ দুর্ঘটনা মৃত্যু হল ২ মহিলার, আহত কমপক্ষে ৫।

    বাঁকুড়া:-বাঁকুড়ার জয়পুর জঙ্গলে আমুল দুধের গাড়িকে ধাক্কা মারল স্করপিও গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ২ মহিলার আহত হয়েছে ৫ জন। বৃহঃস্পতিবার বিকেলের দিকে জয়পুর থানার জয়পুর শুকনো পুকুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে বিষ্ণুপুর দিক থেকে জয়পুরের দিকে আসছিল দুটি গাড়ি। এরপরেই সামনে থাকা আমুল দুধের গাড়িকে ধাক্কা মারে পিছনে থাকা স্করপিও গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় ২ মহিলার। আহত হয়েছে ৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশংখ্যাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিতসা জন্য পাঠানো হয়েছে আরামবাগ ও জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুই মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষনা করে চিকিতসক। জয়পুরে পথ,জয়পুরে পথ

    জয়পুরে পথ দুর্ঘটনা মৃত্যু হল ২ মহিলার, আহত কমপক্ষে ৫।

    MORE NEWS – হিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা।

    হিলি:- ২৮.০৪.২০২২  হিলি ব্লক গ্রামীণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং হিলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে হিলি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আজ কিশোর কিশোরী স্বাস্থ্য মেলা। বেলা এগারোটা থেকে এই অভিনব কর্মসূচি শুরু হয়। এই স্বাস্থ্যমেলায় ছিল মোট ছয়টি স্টল। কোথাও রক্ত পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, কোথাও আবার অ্যাডলেসেন্স কিশোর কিশোরীদের জন্য কাউন্সেলিং এর আয়োজন। আজকের এই মেলায় বক্তব্য রাখেন ড. ওঙ্কার নাথ মন্ডল জেলা স্বাস্থ্য বিভাগ। বাল্য বিবাহ প্রতিরোধ করার উপর একটি পথ নাটিকা প্রদর্শিত হয়। বালুরঘাট নাট্যতীর্থ পরিবেশিত এই নাটক উপস্থিত কিশোর-কিশোরীদের ভীষণ আপ্লুত করেছে। হিলি ব্লকের বিভিন্ন স্কুল থেকে কন্যাশ্রী ক্লাবের সদস্যসহ বিভিন্ন কিশোর কিশোরীগণ আজকের এই স্বাস্থ্যমেলায় অংশগ্রহণ করেন। CONTINUE READING

    MORE NEWS – ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে বাসদেবপুর মোড়ের কাছে নতুন বাসুদেবপুর থানার উদ্বোধন হলো।

    Today Kolkata:- ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে বাসদেবপুর মোড়ের কাছে নতুন বাসুদেবপুর থানার উদ্বোধন হলো এই নতুন বাসুদেবপুর থানার উদ্বোধন করলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্যান্য একাধিক পুলিশ আধিকারিকরা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বারাকপুর মহাকুমায় আরও আটটি থানা বাড়ানো হবে সেই মত উদ্বোধন হয়ে গেল, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments