More
    Homeঅনান্যদাঁতনে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, আহত ১৫।

    দাঁতনে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, আহত ১৫।

    Today Kolkata:– পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে ১৫জন আহত হয়েছেন। আহতদের দেখতে দাঁতন হাসপাতালে পৌঁছেছেন সাংসদ দিলীপ ঘোষ। জানাগেছে, দাঁতনের দিক থেকে বেলদা আসার সময় জাতীয় সড়কে ওঠার আগে বামনপুকুর এলাকাতে রাজ্য সড়কের ওপর যাত্রীবাহী ঐ বাসের সামনে একটি মোটরসাইকেল আরোহীসহ হঠাৎ পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। এই ঘটনায় বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তিদের দেখতে দাঁতন হাসপাতালে গিয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

    দাঁতনে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস, আহত ১৫।

    MORE NEWS – মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি।

    Today Kolkata:- এবারে মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক নির্মল মাঝি। তার কথায় মালদা মেডিকেল কলেজ প্রতিদিন অসংখ্য মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এত বড় একটা মেডিকেল কলেজ যেখানে অত্যাধুনিক মানের চিকিৎসা করা হয় মাতৃমা থেকে ট্রমাকেয়ার এমআর আই, অডিটোরিয়াম, হোস্টেলের ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে আসি যায় মাইনা পাই। এই পরিকল্পনাকে পাল্টাতে হবে। মালদায় প্রিন্সিপাল সুপাররা তিন দিনের বেশি আসে না। এ মালদায় সিপিএমের হার্মাদ এর এবং কিছু ডক্টর অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা এখানে দীর্ঘদিন ধরে বসে আছেন। তারা পরে ঘুমে রয়েছেন। এ সমস্ত ডাক্তারদের আমরা চিহ্নিত করে বিধানসভায় শোকজ করব। CONTINUE READING

    MORE NEWS – অশনি বিপর্যয় মোকাবিলায় সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসনও।

    Today Kolkata:- অশনির জেরে আজ সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বাঁকুড়া জেলায় ঝড়ের পূর্বাভাষ না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অশনির জেরে ভারী বৃষ্টি হলে সেক্ষেত্রে বাঁকুড়া জেলাতেও তৈরী হতে পারে বিপর্যয়ের মতো পরিস্থিতি। আর সেকথা চিন্তা করে আগে থেকেই তৈরী রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাঁকুড়া জেলার তিনটি মহকুমায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দলকে তৈরী থাকতে বলা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments