More
    Homeঅনান্যধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’।

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’।

    Today Kolkata:- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। বঙ্গে ভারী বৃষ্টি সর্তকতা জারি করেছে মৌসম ভবন। ’অশনি’ র প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাংলা। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় দেখা গেল বিক্ষিপ্ত ভাবে অশনি বৃষ্টি। অন্যদিকে অশনি র রভাবে দীঘায় ধীরে ধীরে উত্তাল হচ্ছে সমুদ্র। দীঘা কোষ্টাল ও দীঘা মহোনা থানার পক্ষ থেকে আজ সৈকত শহর জুড়ে মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সমুদ্র নামা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
    যেসকল মৎস্যজীবী মৎস্য শিকারে বেরিয়েছেন তাদের পাড়ে ফিরে আসার কথা বলা হয়েছে।

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’।

    MORE NEWS – প্রেমের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঘটনায় তোলপাড় চাঁচল।

    মালদাঃ- প্রেমের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ঘটনায় তোলপাড় চাঁচল। অভিযোগ, প্রেমের নামে এক যুবতির সঙ্গে দীর্ঘদিন সহবাস করেন স্থানীয় এক যুবক। ওই যুবক আবার সম্পর্কে মালদা জেলা পরিষদের সভাধিপতির আত্মীয়।যুবতির দাবি, বছর ছয়েকের মেলামেশায় তাঁরা একাধিক সময় ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। তার জেরে তিনি গর্ভবতীও হন। প্রেমিকের চাপে তিনি গর্ভপাত করাতে বাধ্য হন। শুধু তাই নয়, সভাধিপতির ভাগ্নের সঙ্গে তাঁর রেজিস্ট্রি বিয়েও হয়েছে। রায়গঞ্জে সেই আইনি বিয়ে হয়। কিন্তু এখন তাঁর প্রেমিক তাঁকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না। এনিয়ে চাপ দিলে তাঁকে খুন করারও হুমকি দিচ্ছেন প্রেমিক। এই ঘটনা নিয়ে সোমবার সভাধিপতির বাড়ির সামনে ঘন্টাখানেক ধরে বিক্ষোভ দেখান ওই যুবতির পরিবার এবং গ্রামের লোকজন।আত্মীয় থাকায় সভাধিপতি ঘটনা ধামাচাপা করার চেষ্টা করছে বলে অভিযোগ। CONTINUE READING

    MORE NEWS – ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

    ঝাড়গ্রাম:– ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম গণেশ সিং, বয়স আনুমনিক ৪৫-৫০। এদিন ভোরে প্রাতকার্যে বেরিয়ে ছিলেন। ঠিক তখনই একটি হাতি তাকে শুড়ে তুলে আছাড় মারে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় গণেশবাবুর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে হাতির তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। কোনো মতেই হাতিগুলি এলাকা ছেড়ে যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বনদপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এলাকায় হাতি তাড়ানোর বনদপ্তরের হুলো পার্টি রয়েছে, তারাও হাতি তাড়ানোয় ব্যর্থ। শুধু এই ঘটনা আজকের না। দীর্ঘদিন ধরে প্রায় প্রতিদিন ব্লক এলাকা জুড়ে কাউকে না কাউকে হাতি দ্বারা মৃত্যু হচ্ছে। কিছুদিন আগেই পুকুরিয়া এলাকায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments