More
    Homeখবরদেনা টাকা দিতে না পারায় শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি খুন জামাইয়ের।

    দেনা টাকা দিতে না পারায় শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি খুন জামাইয়ের।

    Today Kolkata :- জামাইকে দেনা শোধ করতে টাকা না দেওয়ায় খুন হতে হলে শাশুরিকে। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। শুক্রবার বিকালে মুর্শিদাবাদের বড়য়া থানার সুন্দরপুর গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় । মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে সুন্দরপুর গ্রামের ডালিয়া মোল্লার সঙ্গে বিয়ে হয় জয়সালমের তবে বিয়ের পর থেকেই জয় সালে হিম স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শারীরিক নির্যাতন চালাত এবং বিগত কয়েক ধরেই তার সেই অন্যায় আবদার বেড়েই চলেছে আর গৃহবধূর পরিবারের লোকজন টাকা দিতে না পারায় শুক্রবার বিকেলে গুণধর জামাই শ্বশুর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়িকে কুপিয়ে খুন করে স্ত্রীকে খুন করতে চাই বলে অভিযোগ ঘটনায় অভিযুক্ত জয় সালেহীম কে গ্রেপ্তার করেছে বড়য়া থানার পুলিশ। অপরদিকে ধারালো অস্ত্রের কোপে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী।

    দেনা টাকা দিতে না পারায় শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি খুন জামাইয়ের।

    MORE NEWS – ভারত বাংলাদেশ সিমান্তবর্তী এলাকায় রয়েছে হবিবপুর থানার আইহো গ্রামপঞ্চায়েত।

    মালদাঃ- ভারত বাংলাদেশ সিমান্তবর্তী এলাকায় রয়েছে হবিবপুর থানার আইহো গ্রামপঞ্চায়েত। শুক্রবার দুপুরে বি এস এফের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের তরফে সিভিক অ্যাক্সেন প্রোগ্রামের মাধ্যমে আইহো অঞ্চলের প্রধান অনিতা সাহার হাতে বি এস এফের তরফে তুলে দেওয়া হয়। একটি পানীয়জলের জন্য একোয়াগার্ড সেই একোয়াগার্ড বি এস এফের তরফ থেকে পাওয়ায় খুশি আইহো অঞ্চলের প্রধান। সেই একোয়াগার্ড টি তিনি ছাত্র ছাত্রীদের সুস্থ থাকার লক্ষে একোয়াগার্ড টি আইহো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দিলেন পানীয়জল সমস্যা না হয় স্কুলে আাস ছাত্র ছাত্রীদের তাই এই উদ্যোগ নিয়েছেন। এদিন এই সিভিক এ্যাক্সেন প্রোগামে উপস্থিত ছিলেন আইহো অঞ্চলের প্রধান অনিতা সাহা, ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের মনোসামাতা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ড কমেন্ডেট নাবিন সিং সহ আইহো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিজিৎ মিশ্র, পঞ্চায়েত সদস্যরা।

    অপহরণের প্রায় ১০ ঘন্টা পর অচৈতন্য অবস্থায় নির্জন আমবাগান থেকে অপহৃত টোটো চালককে উদ্ধার করলো পুলিশ।

    বিজেপির সাংগঠনিক সভায় গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তর মালদার সাংসদ কে ঘিরে ক্ষোভপ্রকাশ দলের কর্মীদের।

    বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments