More
    Homeখবরকার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি ? মোদিকে পাল্টা বিঁধল খাড়গে

    কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি ? মোদিকে পাল্টা বিঁধল খাড়গে

    Today Kolkata:-  কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি ? মোদিকে পাল্টা বিঁধল খাড়গে।মল্লিকার্জুন খাড়গে বলেন,টুইট করে খাড়গে বলেন, “প্রধানমন্ত্রী, কার ছত্রছায়ায় থেকে আপনার পরম বন্ধু দেশের আকাশ-পাতাল সব লুট করে নিচ্ছে? আমরা তো তেরঙ্গার ছত্রছায়ায় দাঁড়িয়ে থাকা কংগ্রেসি, যারা কোম্পানি রাজের অবসান ঘটিয়ে স্বাধীনতা এনেছিল। দেশকে আবার কোম্পানি শাসনের অধীনে যেতে দেব না।” প্রসঙ্গত, কর্ণাটকে একটি জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষীয়ান নেতা হলেও তাঁর মাথায় ছাতা ধরা হয় না।
    পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ছায়া পান।প্রধানমন্ত্রী বলেছিলেন, “কর্ণাটকের ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গেজির প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু মানুষের জন্য কাজ করা সত্ত্বেও তাঁকে সম্মান দেয়নি দল। ছত্তিশগড়ের সম্মেলনে তাঁর মাথায় ছাতা ধরা হয়নি। অথচ তাঁর পাশেই দাঁড়িয়ে থেকে অন্য ব্যক্তির ভাগ্যে ছাতার ছায়া জুটেছিল।” এই ঘটনার একদিন পরেই পালটা দিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি।মোদিজি একটা কথা বলুন, আদানি ইস্যুতে যৌথ কমিটি কবে গঠন করবেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন কংগ্রেস সভাপতি। তবে এই প্রসঙ্গে কোনও উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের তরফে।
    উল্লেখ্য, কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি ? মোদিকে পাল্টা বিঁধল খাড়গে।মল্লিকার্জুন খাড়গে বলেন,টুইট করে খাড়গে বলেন, “প্রধানমন্ত্রী, কার ছত্রছায়ায় থেকে আপনার পরম বন্ধু দেশের আকাশ-পাতাল সব লুট করে নিচ্ছে? আমরা তো তেরঙ্গার ছত্রছায়ায় দাঁড়িয়ে থাকা কংগ্রেসি, যারা কোম্পানি রাজের অবসান ঘটিয়ে স্বাধীনতা এনেছিল। দেশকে আবার কোম্পানি শাসনের অধীনে যেতে দেব না।” প্রসঙ্গত, কর্ণাটকে একটি জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষীয়ান নেতা হলেও তাঁর মাথায় ছাতা ধরা হয় না।
    পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ছায়া পান।প্রধানমন্ত্রী বলেছিলেন, “কর্ণাটকের ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গেজির প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু মানুষের জন্য কাজ করা সত্ত্বেও তাঁকে সম্মান দেয়নি দল। ছত্তিশগড়ের সম্মেলনে তাঁর মাথায় ছাতা ধরা হয়নি। অথচ তাঁর পাশেই দাঁড়িয়ে থেকে অন্য ব্যক্তির ভাগ্যে ছাতার ছায়া জুটেছিল।” এই ঘটনার একদিন পরেই পালটা দিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি।মোদিজি একটা কথা বলুন, আদানি ইস্যুতে যৌথ কমিটি কবে গঠন করবেন?
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments