More
    HomeখবরCBI & Partha রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের...

    CBI & Partha রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও নজর সিবিআইয়ের।

    Today Kolkata:- CBI & Partha এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্ন কুমার রায়ের। শুক্রবার নিউ টাউন থেকে তাকে গ্রেফতার করেছে সিবিআই। তার সম্পত্তির বহরও রীতিমত তাক লাগাতে পারে রাজ্যবাসীকে। অবশ্য এর থেকে আরও অবাক করার বিষয় হল, সামান্য রংমিস্ত্রি থেকে তার ফুলে ফেপে ওঠার কাহিনী। সিবিআই সূত্রে খবর, নিউ টাউন- রাজারহাট এলাকায় একাধিক জমি এবং বাগান বাড়ির মালিক এই প্রসন্ন৷ কিন্তু স্থানীয় মারফত জানা যায়, প্রথম জীবনে রং মিস্ত্রি হিসেবে কাজ করেই উপার্জন করতে না৷ সেই প্রসন্নই এখন দুবাইয়ে হোটেলের মালিক৷ এখানেই তার সম্পত্তির গণ্ডির শেষ হয়নি। নিউ টাউন এলাকায় অন্তত পাঁচটি বাগান বাড়ি রয়েছে তাঁর৷ দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে এক সময়ের রং মিস্ত্রি প্রসন্নর। শুনে অবাক হওয়ার মতো এখানেই শেষ নয়।

    রয়েছে কয়েকটি রিসর্ট, উত্তরবঙ্গে বেশ কয়েক বিঘা জমিরও খোঁজ পাওয়া গিয়েছে সম্পর্কে পার্থ চট্টোাপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর নামে কিন্ত মাত্র কয়েক বছরের মধ্যে কীভাবে রংয়ের ঠিকাদারির কাজ করে এই বিপুল সম্পত্তির অধিকারীহয়ে উঠেছেন প্রসন্ন ? তাঁকে জেরা করে এখন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা৷ এসএসসি নিয়োগ দুর্নীতির টাকাতেই কি এই বিপুল সম্পত্তি কেনা হয়েছে? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠেছে। এই দিকটিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷ সিবিআই সূ্ত্রে খবর, শুক্রবার সল্টেলেকে প্রসন্নর কার রেন্টালের অফিস থেকে প্রদীপ কুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনিও জড়িত বলে অভিযোগ৷ আবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও ধৃত প্রসন্নের যোগ ছিল বলে দাবি সিবিআই-এর৷

    CBI & Partha রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও নজর সিবিআইয়ের।

    MORE NEWS – নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    ১ সেপ্টেম্বর রাজ্যজুড়ে মহামিছিল অনুষ্ঠেত হতে চলেছে। কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গোৎসব। গত বছরের ডিসেম্বরে প্যারিসে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো`। ইউনেস্কোর এই স্বীকৃতিকে সম্মান জানাতেই বিশেষ পদযাত্রার আয়োজন করেছে রাজ্য সরকার। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত হবে এই পদযাত্রা। পাশাপাশি জেলায় জেলায় ব্লকে ব্লকে এই পদযাত্রার আয়োজন হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments