More
    Homeখবরনিরাপত্তার গলদ! কর্নাটকে রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীর কাছে এক ব্যক্তি, সরালেন SPG...

    নিরাপত্তার গলদ! কর্নাটকে রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীর কাছে এক ব্যক্তি, সরালেন SPG আধিকারিকরা।

    Today Kolkata:- দেশের প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় বড়সড় গলদ। প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Narendra Modi) রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর একেবারে সামনে চলে আসেন এক ব্যক্তি। হাতে ফুলের মালা। নরেন্দ্র মোদীর (Narendra Modi) গাড়ির কাছে পৌঁছে গেলেও কর্তব্যরত আধিকারিকরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ওই ব্যক্তিকে।

    এদিন কর্ণাটকে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সময়ে এক যুবক বাঁশের ব্যারিকেড টপকে প্রধানমন্ত্রীর (Prime Minister) গাড়ির খুব কাছে চলে আসেন। যদিও প্রধানমন্ত্রীর মোদির (Narendra Modi) নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি (SPG) আধিকারিকরা সঙ্গে সঙ্গে সরিয়ে দেন ওই ব্যক্তিকে।

    নিরাপত্তার গলদ ! কর্নাটকে রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীর কাছে এক ব্যক্তি , সরালেন SPG আধিকারিকরা

    নিরাপত্তার গলদ ! কর্নাটকে রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীর কাছে এক ব্যক্তি , সরালেন SPG আধিকারিকরা

    বিষয়টি সামনে আসার পরেই নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর (Prime Minister) নিরাপত্তায় সব সময় মোতায়েন থাকেন এসপিজি (SPG) আধিকারিকরা। ওই ব্যক্তিকে সম্ভবত কর্ণাটক পুলিশের (Karnataka Police) হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি।

    এদিন এসপিজি (SPG) আধিকারিকদের সতর্কতার জন্যই ওই ব্যক্তি একেবারে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেননি। তবে বিষয়টি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে রাস্তার দু’পাশে থাকা রাজ্য পুলিশের (State Police) আধিকারিকদের চোখে ধুলো দিয়ে ওই ব্যক্তি কনভয়ের মাঝে প্রবেশ করে গেলেন , তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, “আমরা এই ঘটনাকে নিরাপত্তার ত্রুটি হিসাবে ধরছি না। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।”

    নিরাপত্তার গলদ! কর্নাটকে রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীর কাছে এক ব্যক্তি, সরালেন SPG আধিকারিকরা।

    হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাস বয়কট, হাতাহাতির ঘটনায় জরুরি বৈঠকে প্রধান বিচারপতি।

    ”আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতায় এমন ঘটনা হাইকোর্টে এমন ঘটনা দেখিনি” : বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    পাকিস্তানে গমের আকাল, অভুক্ত সন্তানদের জন্য আটা কিনতে গিয়ে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবার।

    MORE NEWS – যোশীমঠের বিপর্যয়ে উচ্চ পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

    প্রকৃতির খেয়ালে ধ্বংসের মুখে যোশীমঠ (Jashimath)। ক্রমশ মাটির সাথে মিশে যাওয়ার অপেক্ষায় দেবভূমির এই শহর। যোশী মঠকে (Jashimath) বাঁচাতে একাধিক ক্ষতিগ্রস্ত হোটেল ভাঙার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে যোশীমঠের পরিস্থিতিতে এলাকা পরিদর্শন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Puskar Singh Dhami)। এলাকা পরিদর্শনের পর তাঁর দাবি , গাঢ়ওয়ালের পাহাড়ি জনপদের মাত্র ২৫ শতাংশ ঘর বাড়িতে ফাটল দেখা দিয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments