More
    Homeখবরপথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৮।

    পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৮।

    মালদাঃ- পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৮ দাঁড় করানো লরির পেছনে অ্যাম্বুলেন্স এর ধাক্কায় এক রোগীসহ জখম আট জন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মুর্শিদাবাদের ডাকবাংলা এলাকায়। জানা গেছে কলকাতা থেকে চিকিৎসা করিয়ে সোমবার অ্যাম্বুলেন্সে করে মালদহের চাঁচলে আসছিল এক রোগীর পরিবার। পথে ডাকবাংলো এলাকায় রাস্তার ওপর দাঁড় করানো একটি লরি পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন ওই এম্বুলেন্সে থাকা আট জন। তারা প্রত্যেকেই চাঁচোলের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে ডাকবাংলো হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহত আটজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

    পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৮।

    MORE NEWS – বাবাধাম দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত 2, গুরুতর আহত 8 জন।

    দেওঘর, ঝাড়খন্ড:-  বাবাধাম দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত 2, গুরুতর আহত 8 জন।  এবং 12 টি ট্রলিতে মোট 48 জন এখনও আটকে আছেন। তাঁদের উদ্ধার করার জন্যে আধাসেনা কাজ করে চলেছে। দেওঘরে সারা বছর ভীড় লেগে থাকে তীর্থযাত্রী ও পর্যটকদের। এখানে ত্রিকুট পাহাড়ের একটি চূড়া থেকে আর একটি চূড়ায় যাওয়ার জন্যে রোপওয়ে করা রয়েছে। যাত্রীরা এই রোপওয়ে ব্যবহার করতেই বেশি পছন্দ করেন। আর তাই প্রতিদিন বিশাল লাইন পড়ে এই রোপওযেতে চড়ার জন্যে। গতকালও বেশ ভীড় হয়েছিল। কিন্তু গতকাল বিকেলে রোপ ওয়ের দুই ট্রলির মধ্যে ধাক্কা লেগে যায়। এই ঘটনায় দুই মহিলার মৃত্যূ হয়েছে। আটজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রোপ ওয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। CONTINUE READING

    মেদিনীপুর শহরের রাম পূজায় যোগ দিতে এলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।

    ৪০ হাজার দিলে মিলবে দ্বিগুন অর্থের ইমারতি দ্রব্য, পরে ফাঁস আসল পর্দা কাকদ্বীপে গ্রেপ্তার প্রতারক।

    রামনবমী উপলক্ষে শ্যামচাঁদপুর সীতারাম জিউ রথযাত্রা শুভ উদ্বোধন করলেন, নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা।

    হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ, পানীয়জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ।

    মাটির নীচ থেকে উঠে এলেন মহাদেব, চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর বালিভাষা এলাকায়।

    পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মালদা জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments