More
    Homeখবরপবিত্র ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে বোলপুর লায়েক বাজার নাগরিক মঞ্চের উদ্যোগে "মিলন মেলা...

    পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে বোলপুর লায়েক বাজার নাগরিক মঞ্চের উদ্যোগে “মিলন মেলা উৎসব”এর উদ্বোধন।

    Today Kolkata:- ২০২০ সাল এবং ২০২১ সালে করোনা সঙ্কটকালে পরিপূর্ণ ভাবে পালন করা হয়নি ঈদ-উল-ফিতর উৎসব। এবছর সব বাধাকে অতিক্রম করে উৎসবের মেজাজে মানুষজন। দীর্ঘ এক মাস রমজান মাস শেষ হওয়ার পরপরই পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে বোলপুর লায়েক বাজার নাগরিক মঞ্চের উদ্যোগে “মিলন মেলা উৎসব”এর উদ্বোধন হয়ে গেলো আজ। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র,ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী,চন্দ্রনাথ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সহ-সভাপতি মিহির রায়, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ সহ বিশিষ্টজনেরা। মিলন মেলা উৎসব চলবে ৮ মে পর্যন্ত। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নৃত্য অনুষ্ঠান,পঞ্চ রস, জাদুখেলা,বিচিত্রা অনুষ্ঠান ,আতশবাজি প্রদর্শনী রয়েছে মিলনমেলা উৎসবকে ঘিরে।

    পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে বোলপুর লায়েক বাজার নাগরিক মঞ্চের উদ্যোগে “মিলন মেলা উৎসব”এর উদ্বোধন।

    MORE NEWS – মুর্শিদাবাদের জেলার বহরমপুরে খুন মালদহের ছাত্রী নাম সুতপা চৌধুরী।

    মালদাঃ- মুর্শিদাবাদের জেলার বহরমপুরে খুন মালদহের ছাত্রী নাম সুতপা চৌধুরী। বাবার নাম স্বাধীন চৌধুরী। বাবা পেশায় হাইস্কুল শিক্ষক। মায়ের নাম পাপুলি চৌধুরী। মালদহ শহরের ইংরেজবাজারের এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় মেয়ের খবর জেনতেই ভেঙে পরে সাথে সাথে, সপরিবারে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়, বাবা মা ও ছোট বোন। পরিবারের দুই বোনের মধ্যে বড় সুতপা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকার বাসিন্দারা। তালা বন্ধ বাড়ির সামনে স্থানীয়দের ভিড়। পড়তে গিয়ে খুন পাড়ার মেয়ে যেন বিশ্বাসই করতে পারছেন না প্রতিবেশীরা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। CONTINUE READING

    MORE NEWS – হাওড়া লিলুয়া গোশালা বিধ্বংসী আগুন।

    Today Kolkata:- হাওড়া লিলুয়া গোশালা বিধ্বংসী আগুন প্রথমেই একটি দোকানে আগুন লাগে সেখানে ময়লা আবর্জনা ভর্তি ছিল। আগুন ছড়িয়ে পড়ে দোকানের পাশে দাঁড়িয়ে থাকা দুটি লরিতে দাও দাও করে জ্বলে যায় দাঁড়িয়ে থাকা লরি। ঘটনাস্থলের দমকলের দুটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে লিলুয়া থানা পুলিশ। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। CONTINUE READING

    পিরানা পির থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments