More
    Homeঅনান্যপশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হলো।

    পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হলো।

    মালদা, ২১ মে:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার।
    এদিন মালদা শহরের কে জে সান্যাল রোড এলাকায় রেশম ভবনের সভা কক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংগঠনের রাজ্য সভাপতি তুষার আচার্য, জেলা সভাপতি সুরজিৎ কুমার দে সহ অন্যান্য নেতাকর্মীরা। মালদা জেলার বিখ্যাত ঐতিহাসিক গৌড় এবং রেশম শিল্প। বর্তমানে চীন ভালো বাজার করেছে রেশম শিল্প। মালদার রেশম শিল্পকে কিভাবে উন্নত করা যায় এবং পুরনো পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে মালদার রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সমস্ত শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করা হয় তেমন রেশম শিল্পর উন্নয়ন নিয়েও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায়, বলে জানান, সংগঠনের রাজ্য সভাপতি তুষার আচার্য।

    পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হলো।

    MORE NEWS – Naihati নৈহাটি পৌরসভায় কয়েক কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার পুরসভার তিন কর্মী।

    Today Kolkata:- নৈহাটি (Naihati) পৌরসভার দুর্নীতি নিয়ে পোস্টার ছড়িয়েছে সাড়া নৈহাটি জুড়ে। অসস্তিতে শাসক দল। যদিও দুর্নীতি দায় পৌরসভার কম’চারিদের উপরে চাপিয়ে মুখ বাচাতে চাইছে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। নৈহাটি পৌরসভা পরিচালিত দুটি উৎসভব ভবন এবং দুটি পার্কএর কয়েক কোটি টাকা তছরুপ এর অভিযোগ উঠছে ক্ষোদ শাসক দলের পরিচালিত পৌরবোড’ এর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ তিন জন কে গ্রেফতার করেছে। অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতো। পৌর অডিটে ধরা পড়ায় নৈহাটি (Naihati) পুরসভার আরথিক দুর্নীতি কেলেংকারী ফাস হতেই চরম অসস্তিতে পরেছে পৌরপ্রধান থেকে শাসক দল। এই নিয়ে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনিতি। CONTINUE READING

    Kalbaishakhi গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের দাপটে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

    Alorani Sarkar তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ।

    Barrackpore ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments