More
    Homeখবরপুরভোটে রিগিং, ছাপ্পার জন্য বিধায়ক এবং পুলিশকে দায়ী করে পথ অবরোধ সিপিএমের...

    পুরভোটে রিগিং, ছাপ্পার জন্য বিধায়ক এবং পুলিশকে দায়ী করে পথ অবরোধ সিপিএমের ৷

    Today Kolkata :- পৌরসভা নির্বাচনে শান্তিপুরের বিভিন্ন জায়গায় ব্যাপক রিগিং, ছাপ্পা এবং বুথ জ্যামের অভিযোগে ২৮শে ফেব্রুয়ারী শান্তিপুরে রাস্তা অবরোধ এবং অবস্থান বিক্ষোভ সংগঠিত করলো বামফ্রন্ট৷ শান্তিপুরের নেতাজী মোড়ের বিক্ষোভ সমাবেশে বামফ্রন্ট নেতৃবৃন্দ ভোটের লুঠের কারীগড় হিসাবে পুলিশ এবং বিধায়ককে দায়ী করেন৷ পথসভায় বক্তব্যে সিপিএম নেতা সৌমেন মাহাতো, আরসিপিআই নেতা অভিজিৎ চক্রবর্তী শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর নাম করে ভোট লুট করার অভিযোগ এনেছেন৷ এদিনের সভায় প্রায় সব বক্তার মূল লক্ষ ছিলো বিধায়ক৷ বক্তারা সরাসরি বলেন শান্তিপুর পৌরসভার ৮নং ওয়ার্ড, ১১নং ওয়ার্ড, ১৩নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে বিধায়ক এবং পুলিশ সামনে থেকে ভোট লুট করিয়েছেন ঐ সভা থেকেই বামফ্রন্ট নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডে পুনঃ নির্বাচনের দাবী জানিয়েছেন৷ তারা আশঙ্কা করছেন বিগত পঞ্চায়েত নির্বাচনের মতন আগামী 2 তারিখ পুলিশ এবং প্রশাসন কে কাজে লাগিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডে জয়ী সার্টিফিকেট পর্যন্ত বদলে দিতে পারেন।পুরভোটে

    এতকিছুর পরেও শান্তিপুরে বেশ কয়েকটি ওয়ার্ডে বামপন্থীরা জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। ওপেন চ্যালেঞ্জ করে তিনি হুঁশিয়ারি দেন 11 নম্বর ওয়ার্ডে এরপরে আসন্ন যে কোনো নির্বাচনে তারা বুঝিয়ে দেবেন, প্রকৃতপক্ষেই গতকাল রিগিং হয়েছিল কিনা। জুয়া সাট্টা এবং বাগান কাটার লক্ষ লক্ষ টাকা বেআইনি অর্থ পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস খরচ করেছে শান্তিপুর থানার ওসির নেতৃত্বে। তাই লড়াইটা আগামী দিনে পুলিশের বিরুদ্ধেও থাকলো। পুরভোটে

    পুরভোটে রিগিং, ছাপ্পার জন্য বিধায়ক এবং পুলিশকে দায়ী করে পথ অবরোধ সিপিএমের ৷

    MORE NEWS – বাজেট সহ কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ের উপর বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করল ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস।

    Today Kolkata : – আজ বিকেল 4 টা নাগাদ ছাতনা বারবাকড়া মোড় থেকে দুবরাজপুর মোড় পর্যন্ত বাঁকুড়া জেলা কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী বিজেপির কেন্দ্রীয় বাজেট এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আয়োজন করে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস। ছাতনা ব্লক 13 টি অঞ্চল থেকে কয়েক হাজার মহিলা ও পুরুষ এই মিছিলে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে মহিলাদের যোগদান ছিল চোখে পড়ার মতো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কিসান ক্ষেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী ,  CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments