More
    Homeখবরহাওড়ার সাঁকরাইলে তুলোর কারখানা আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

    হাওড়ার সাঁকরাইলে তুলোর কারখানা আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

    ডেস্ক রিপোর্ট :- আবারো হাওড়ার এক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটলো। হাওড়ার সাঁকরাইলের এক তুলোর কারখানার আগুন লাগার ঘটনা ঘটলো এদিন। হাওড়ার অঙ্কুরহাটির কাছেই জালান কমপ্লেক্স এর উল্টোদিকে ঘটনাটি ঘটেছে। ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জঙ্গলপুরে সোমবার দুপুরে একটি তুলোর গোডাউনে আগুন লাগে, যা কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয়।সূত্রের খবর অনুযায়ী, তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় । জানা গেছে, দমকলের ৭ টি ইঞ্জিন এলেও, এলাকায় পর্যাপ্ত জলের অভাবের ফলে দমকলের সব ইঞ্জিন কাজ করতে পারেনি । হাওড়ার সাঁকরাইলে

    স্থানীয় সূত্র মারফত জানা গেছে, সোমবার দুপুর ২ টো থেকে ২ টো ৩০ মিনিট নাগাদ হঠাৎই জালাম কমপ্লেক্সে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ঘটনাস্থলে। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো তার কারণ এখনও অজানা। দমকলের তরফ থেকে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের এর কারণেই এই অগ্নিকাণ্ড টি ঘটেছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা দেওয়াল ভেঙে আগুন নেভানোর কাজ করছেন। কোনও হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত।

    হাওড়ার সাঁকরাইলে তুলোর কারখানা আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ।

    MORE NEWS – নির্বাচনীর কাজে বহাল থাকার সময় মালদা কলেজে অসুস্থ হয়ে পড়লেন পুরাতন মালদার জয়েন্ট বিডি ও ।

    মালদা :- নির্বাচনীর কাজে বহাল থাকার সময় মালদা কলেজে অসুস্থ হয়ে পড়লেন পুরাতন মালদার জয়েন্ট বিডিও। বুধবার মালদার ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার ভোট গণনা রয়েছে। দুটি পুরসভার সমস্ত ই ভি এম মেশিন বর্তমানে মালদা কলেজে রাখা হয়েছে। সেখানেই অনুষ্ঠিত হবে ভোট গণনা। গণনার আগে সোমবার জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতির কাজ চলছিল। ভোট গণনা কেন্দ্রে স্কুটনির দায়িত্বে রয়েছেন পুরাতন মালদার জয়েন ভিডিও রানাদিত্য বিশ্বাস। এদিন সকালে তিনি গণনার প্রস্তুতির কাজে যোগদান করেন। কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত অন্যান্য সরকারি কর্মী আধিকারিকরা দ্রুত তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে অসুস্থ জয়েন ভিডিও কে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments